তদন্তকারী সংস্থার ওপর ক্ষুব্ধ আদালত! চিটফান্ড কাণ্ডে অন্তর্বর্তিকালীন জামিন পেলেন এমপিএস কর্ণধার প্রমথনাথ মান্না

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন পর অবশেষে এমপিএস চিটফান্ড-কাণ্ডে (Chit Fund Issue) অন্তর্বর্তিকালীন জামিন (Interim Bail) পেলেন এমপিএস (MPS) কর্ণধার প্রমথনাথ মান্না (Pramathanath Manna)। তবে জানা গেছে আদালত তরফে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন তিঁনি। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি ছিল এমপিএস চিটফান্ড মামলার।

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়ে আদালতে বিচারপতি জিজ্ঞেস করেন তদন্তে এত দিন সময় লাগছে কেন। শুধু তাই নয়, আদালত তরফে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যত দ্রুত সম্ভব মামলার তদন্ত শেষ করতে হবে। এই নিয়ে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমাও। আগামী ১৬ই জানুয়ারি মধ্যে এমপিএস চিটফান্ড কাণ্ডের সম্পূর্ণ তদন্ত শেষ করতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে প্রমথনাথ মান্নাকে পূর্ণ জামিন দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে আদালত তরফে।

কী কী শর্তে মিলল জামিন? সূত্র মারফত জানা গেছে , এমপিএস কর্ণধারের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত।পাশাপাশি আদালতে নিজের পাসপোর্ট জমা রাখতে তাঁকে । শুধু তাই নয় সপ্তাহে একদিন করে দেখা করতে হবে সিবিআইয়ের আইও-র সঙ্গে। নিজের জায়গা ব্যতিত অর্থাৎ নিজের পুলিশ স্টেশনের বাইরে যাওয়ার অনুমতি নেই তাঁর।

mps owner

উল্লেখ্য, তৎকালীন বাম সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রমথনাথ মান্নার। ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধানত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পতে প্রযুক্তির ব্যবহার করে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল এমপিএস নামক এই সংস্থা।খুবই অল্প সময়েই উন্নতির চূড়ায় পৌঁছে গিয়েছিল এমপিএস। ধারণা করা হয় এই ফুড বিজনেস দ্বারাই চিটফান্ড ইস্যুতে লিপ্ত হয়েছিলেন এমপিএস কর্ণধার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর