১২ বছর সম্পূর্ণ হলো বিবাহিত জীবনের, লন্ডনে সাক্ষীর সাথে বিশেষ মুহূর্ত উদযাপন ধোনির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে ১২ বছর আগে আজকের দিনে তাদের একসাথে চলার যাত্রা শুরু হয়েছিল। নিজেদের দ্বাদশ তম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন মহেন্দ্র সিং ধোনি এবং তার স্ত্রী সাক্ষী। সোশ্যাল মিডিয়ায় তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা।

দুজনকে নিজেদের বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে ধোনির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। তাদের দুজনের একসঙ্গে থাকা বেশ কয়েকটি ছবিকে কোলাজ করে নিজেদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে পোস্ট করেছে ইয়েলো আর্মি। ধ্বনি বর্তমানে এই দলের অধিনায়ক এবং পরবর্তীতে ২০২৩ সালেও এই দলের অধিনায়ক থাকবেন বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে ক্রিকেটের থেকে দূরে নিজের শহর রাঁচিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ধোনি। এখানে মাঝেমধ্যে তাকে নিজের বন্ধুদের বাড়িতে অনুষ্ঠানে কখনোবা এক কবিরাজের কাছে ওষুধ সংগ্রহ করতে যেতে দেখা যাচ্ছে। তিনি যে আইপিএল ২০২৩ এর আগে ক্রিকেটের মাঠে আজ ফিরছেন না তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।

এই মুহূর্তে অবশ্য দেশে নেই ধোনি এবং সাক্ষী। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করার জন্য লন্ডনে উড়ে গিয়েছেন তারা। দুদিন পরে সেখানেই ধোনির ৪১ তম জন্মদিন উদযাপন করা হবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর