শিক্ষক হওয়ার জন্য আবেদন করলেন ধোনি! বাবার নাম লিখলেন শচীন তেন্ডুলকার, দায়ের হল FIR

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের জগতে মহেন্দ্র সিং ধোনি মানেই তিনি হলেন “ক্যাপ্টেন কুল”। যোগ্য নেতৃত্ব দিয়ে তিনি পকেটে পুরেছেন একের পর এক ম্যাচ। পাশাপাশি, ক্রিকেট দুনিয়ায় তিনি অন্যতম “ফিনিশার”-ও বটে। সহজ-সরল হাসি এবং অত্যন্ত শান্ত মেজাজের ধোনি প্রায়শই থাকেন খবরের শিরোনামে। কিন্তু, সম্প্রতি এমনই এক কান্ড ঘটেছে যা সামনে আসার পর কার্যত চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। এমনকি, ধোনি সম্পর্কিত সেই ঘটনা এবার সোশ্যাল মিডিয়াতেও সামনে এসেছে, যা জানার পরে সবাই হতবাক হয়েছেন।

শিক্ষক পদে আবেদন করেছিলেন ধোনি:
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ধোনি সবসময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই খেলোয়াড়ের খেলাধূলার পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সকলের মধ্যে এক আগ্রহ দেখা যায়। এমতাবস্থায়, সম্প্রতি কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, মহেন্দ্র সিং ধোনি নাকি রায়গড়ের একটি সরকারি স্কুলে শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন। এমনকি, ওই পদের জন্য ধোনির পাঠানো ফর্মে তিনি ভুয়ো তথ্য প্রদান করেছেন বলেও দাবি উঠেছে।

বাবার নাম হিসেবে লেখা শচীন তেন্ডুলকারের নাম:
এই প্রসঙ্গে একটি মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ছত্তিশগড়ের রায়গড়ে অবস্থিত আত্মানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে একজন শিক্ষকের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। সেখানেই এমন একটি আবেদনপত্র জমা করা হয়েছিল যা দেখে রীতিমতো আকাশ থেকে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মূলত, ওই আবেদনপত্রে আবেদনকারীর নাম হিসেবে লেখা হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নাম। তবে, এখানেই শেষ নয়, বরং সেই সঙ্গে তাঁর বাবার নাম হিসেবে লেখা হয় মাস্টার-ব্লাস্টার শচীন তেন্ডুলকারের নাম। এছাড়াও, ওই আবেদনকারী ফর্মে দাবি করেছিলেন যে, তিনি বীর শিবাজি টেকনিক্যাল ইউনিভার্সিটি, দুর্গ থেকে ৯৮ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হয়েছেন।

sachin dhoni759

পুলিশ FIR নথিভুক্ত করেছে:
এদিকে, এই আবেদনপত্র প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষ দ্রুত জেলা প্রশাসনকে বিষয়টি জানায়। পাশাপাশি, এমন খবর পেয়েই রায়গড় জেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, মহেন্দ্র সিং ধোনির নামের অপব্যবহার করে কোনো অসাধু ব্যক্তি এইভাবে ফর্ম পূরণ করেছেন। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, শীঘ্রই এই ঘটনার সাথে যিনি যুক্ত রয়েছেন তাঁকে শনাক্ত করে জেল হেফাজতে পাঠানো হবে। পাশাপাশি, এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করেছে রায়গড় পুলিশ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর