IPL-এ অরেঞ্জ এবং পার্পল, দুটি ক্যাপই জিতবেন ধোনি! CSK ক্যাপ্টেনের চমকে দেওয়া অনুশীলনের ভিডিও ভাইরাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা সপ্তাহ। তারপরেই আরম্ভ হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। করোনার আতঙ্ক কাটিয়ে তিন বছর পর আবার সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হতে চলেছে এই মিলিয়ন ডলার লিগ। শেষবার ২০১৯ সালে সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজন করা গিয়েছিল আইপিএল। আর এই আইপিএলটি অত্যন্ত আবেগ পূর্ণ হতে চলেছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভক্তদের জন্য।

এই মুহূর্তে ক্যাপ্টেন কুলের বয়স ৪১ বছর। এরপর তিনি আর আইপিএল খেলা চালিয়ে যাবেন এমনটা আশা করাটা বোকামি। ধোনি কোনও অফিসিয়াল ঘোষণা না করলেও অনেকেই ধরে নিয়েছেন যে আসন্ন আইপিএলটি হতে চলেছে তার কেরিয়ারের শেষ আইপিএল। নিজের শেষ আইপিএলটা স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি।

ইতিমধ্যেই অনলাইনে চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচের তো বটেই, অ্যাওয়ে ম্যাচের যে কটি টিকিট পাওয়া গিয়েছে সব নিঃশ্বাস হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। তার শেষ অধ্যায়ের সাক্ষী থাকার জন্য মরিয়া ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির একটি এমন ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে সকলেই কিছুটা চমকে গিয়েছেন।

ধোনি নিজের গোটা কেরিয়ারটা একজন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলেছেন। মাঝেমধ্যে যে বল হাতে তোলেননি এমন নয়, কিন্তু সেই নেহাতে মজা করে বা ম্যাচ থেকে আর কিছু পাওয়ার নেই, এমন অবস্থায় পৌঁছনোর পর। কিন্তু সম্প্রতি চেন্নাই সুপার কিংস দলের অনুশীলনের যে ভিডিও সামনে এসেছে সেখানে মাহিকে বল নিয়ে হাত ঘোরাতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

চেন্নাই সুপার কিংসের তরফ থেকে ভিডিওটি এডিট করে এমন ভাবে বানানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধনী নিজেই বল করছেন এবং তারপর নিজেই সেই বলটিকে ছক্কা মেরে গ্যালারিতে পাঠাচ্ছেন। ভক্তরা ওই ভিডিওটির নাম দিয়েছেন ‘মাল্টিভার্স অফ মাহি’। প্রকাশ্যে আসামাত্র পিরিয়ডিক ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Reetabrata Deb

সম্পর্কিত খবর