অবসর নিচ্ছেন না, নিজেই জানিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি! আনন্দে মাতলেন CSK ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেকেই অনেকদিন ধরে প্রচার করে চলেছেন যে চলতি আইপিএল (IPL 2023) মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) শেষ আইপিএল। এরপর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যাবে না মাহিকে। সেই আশঙ্কাতে প্রত্যেক ক্রিকেট স্টেডিয়ামের ভক্তরা চেন্নাই সুপার কিংস ম্যাচের টিম নিজেদের প্রিয় দলকে ছেড়ে ধোনির দলকে সমর্থন জানাচ্ছেন।

কিন্তু সত্যিই কি এটা আইপিএলের মহেন্দ্র সিংহ ধোনির শেষ মরশুম। কারণ ধোনি এতদিন নিজে থেকে এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। কিন্তু আজ তিনি মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে। লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি এখানে স্টেডিয়ামে টসে জিতে তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

আজ লখনৌয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সেই সিদ্ধান্তের পর সেই মুহূর্তে টসের সঞ্চালক ড্যানিমেশন তাকে প্রশ্ন করেন নিজের শেষ আইপিএলে প্রতি স্টেডিয়ামে এমন ভক্তদের ঝড় দেখতে তার কেমন লাগছে? এর জবাব দিতে গিয়ে সকলকে চমকে দেন মহেন্দ্র সিংহ ধোনি।

মাহি বলেন, “তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এটা আমার শেষ আইপিএল আমি কোন সিদ্ধান্ত নিয়নি।” এরপর ড্যানি উত্তেজিত হয়ে দর্শকদের বলতে থাকেন, “আপনারা শুনলেন? ধোনি কিন্তু তাহলে পরের বছর ফিরে আসবে।” এই কথারও সরাসরি কোন জবাব দেননি মাহি। তিনি শুধুমাত্র হেসে এবং করর্মদন করে ওই স্থান ত্যাগ করেন।

আজ মহেন্দ্র সিংহ ধোনি দলে ফেরত নেমেছেন অভিজ্ঞ তারকা পেসার দীপক চাহারকে। চোটের জন্য চেন্নাই সুপার কিংসের হয়ে মরশুমের প্রথম ভাগে তাকে পাওয়া যায়নি। আর লখনৌয়ের ক্ষেত্রে চোট পেয়ে যাওয়া অধিনায়ক লোকেশ রাহুলের বদলে আজ দলে এসেছেন মনন ভোরা। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ক্রুনাল পন্ডিয়া।


Reetabrata Deb

সম্পর্কিত খবর