পাথরিনার দুরন্ত ডেথ বোলিং ও রাহানের অসাধারণ ফিল্ডিংয়ে ভর করে RCB-কে হারিয়ে দুরন্ত জয় CSK-র

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ঘরের মাঠে আরসিবি বধ করল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস (CSK)। কনওয়ে (Devon Conway), দুবের (Shivam Dube) দুরন্ত ব্যাটিংয়ের পর মাথিসা পাথরিনার (Matheesha Pathirana) অসাধারণ ডেথ বোলিংয়ে ভর করে নিজেদের তৃতীয় জয় তুলে নিল ইয়েলো আর্মি। আবার হেরে টুর্নামেন্টের টক্করের দৌড়ে বেশ কিছুটা চাপে পড়ে গেলেন বিরাট কোহলিরা। এই জয়ের জন্য আজ আলাদা করে গুরুত্ব দিতে হবে অজিঙ্কা রাহানেকেও (Ajinkya Rahane)। আজ ফিল্ডিংয়ে নিশ্চিতভাবে নয় রান বাঁচিয়েছেন তিনি, যা পরবর্তীকালে ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়।

শুরুতেই রুতুরাজ গায়কোয়াডকে সস্তায় ফিরিয়ে চেন্নাই সুপার কিংসকে বড় ঝটকা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপর রাহানে তার জায়গা নিয়ে এই মরশুমে নিজের পরিচিত ছন্দে আরসিবি বোলিংকে আক্রমণ করা শুরু করেন। অপর ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ৭৪ রানের একটি পার্টনারশিপের পর হাসারঙ্গার বলে বোল্ড হন রাহানে (৩৭)।

আজ কনওয়েও শুরু থেকে আক্রমণ করছিলেন বিপক্ষ বোলিংকে। উইকেট পড়লেও কনওয়ে নিজের আক্রমণাত্মক মনোভাব থেকে সরে আসেননি। শিবম দুবের সঙ্গে তার একটি অসাধারণ পার্টনারশিপ হয় এবং দুজনেই আগ্রাসী ব্যাটিং করে নিজেদের অর্ধশতরান সম্পূর্ণ করেন। ৪৫ বলে ছয়টি চার এবং ছয়টি ছক্কা সহ ৮৩ রান করে হর্ষল প্যাটেলের বলে বোল্ড হন কনওয়ে। দুইটি চার এবং পাঁচটি ছক্কা সহ ২৭ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন শিবম দুবে। তারা আউট হওয়ার পরে রায়ডু ৬ বলে ১৪, মঈন আলী ৯ বলে ১৯ রান করে সিএসকেকে পৌঁছে দেন ২২৬-এর স্কোর অবধি। আরসিবির প্রত্যেক বোলার একটি করে উইকেট নিলেও কেউই কৃপন বোলিং করতে পারেননি মহাম্মদ সিরাজ বাদে।

conway dube

এরপর রান তাড়া করতে নেমে মাত্র দুই ওভারের মধ্যে বিরাট কোহলি এবং মহিপাল লোমরোরকে হারিয়ে চাপে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু পলকের মধ্যে ব্যাট হাতে খেলা পরিবর্তন করে দিতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল ও প্রাক্তন সিএসকে ব্যাটার এবং বর্তমানে আরসিবির অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস। প্রবল আগ্রাসী ব্যাটিং করে পাওয়ার প্লে-তেই ৭৫ রান তুলে ফেলেন তারা।

এক সময় তারা এতটাই আগ্রাসী ব্যাটিং করছিলেন যে মনে হচ্ছিল দুই তিন ওভার আগেই তারা খেলা শেষ করে দেবেন। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল ৩৬ বলে তিনটি চার এবং আটটি ছক্কা সহ ৭৬ রান করে আউট হওয়ার পর খেলা পরিবর্তন হতে শুরু করে। এরপর সত্যতম ওভারের শেষ বলে ১৫৯ রানের স্কোরে আউট হন ফ্যাফ দু প্লেসিস (৬২)। খেলা ওখানেই ঘুরে গিয়েছিল। এরপর দিনেশ কার্তিক ১৪ বলে ২৮ রান করে কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। ডেথ ওভারে অসাধারণ বোলিং করেন মাথিসা পাথরিনা। তার মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনকে বুঝে উঠতে পারেনি আরসিবির মিডল অর্ডার। প্রভুদেশাই (১৯) চেষ্টা করেও কিছু করতে পারেননি। হাড্ডাহাড্ডি ম্যাচ ৮ রানের ব্যবধানে জিতে নেয় সিএসকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর