৪ বছর পরে ইডেনে নামছেন কলকাতার জামাই! ধোনির CSK করতে পারবে KKR-কে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি কলকাতার জামাই, মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংস (CSK)। যে কোন স্টেডিয়ামেই হোক না কেন, ধোনির চেন্নাইয়ের জন্য সাপোর্টের অভাব থাকছে না। আজ ইডেন গার্ডেন্সে সেই অভাব তো আরই অনুভব করা যাবে না বলে ধারণা বিশেষজ্ঞদের। পরপর ম্যাচ জিতে ভালো ছন্দে রয়েছে সিএসকে। অপরদিকে কেকেআর আজ জয় তুলতে না পারলে টপ ফোরের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়বে।

ম্যাচ দেখে ধারণা করা যায় যে ইডেন গার্ডেন্সের পিচ বড় রানের জন্য আদর্শ। তবে ম্যাচ একটু এগোলে স্পিনাররা সাহায্য পাচ্ছেন। সেক্ষেত্রে নিশ্চয়ই দল আজ প্রথমে ব্যাট করে নেওয়ার বিষয়টি ভেবে দেখতে পারে কারণ দুই দলেই বিপক্ষকে বেকায়দায় ফেলার মতো স্পিনারের অভাব নেই।

আজকে জয়ের রাস্তায় ফিরতে নাইট রাইডার্স এর সবচেয়ে বড় ফর্সা যে দুজন হয়ে উঠতে পারেন তারা হলেন ওপেনার জেসন রয় এবং মাঝের ওভারগুলিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা রিঙ্কু সিং। সেইসঙ্গে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী জুটির ওপর দায়িত্ব থাকবে বিপক্ষকে আটকানোর। চেন্নাই এর ক্ষেত্রে তাদের ব্যাটিংয়ের দায়িত্ব অনেকটাই থাকবে ডেভন কনওয়ে এবং ফর্মে থাকা অজিঙ্কা রাহানের কাঁধে। বল হাতে জাদেজা ও তরুণ মালিঙ্গা আখ্যা পাওয়া পাথরিনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সম্ভাব্য নাইট রাইডার্স একাদশ: লিটন দাস, জেসন রয়, নারায়ণ জগদীশন, নীতিশ রানা, মন্দীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, শার্দূল ঠাকুর, সুয়াস শর্মা, বরুণ চক্রবর্তী

সম্ভাব্য সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, মঈন আলী, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মহেশ থিকসেনা, মাথিশা পাথরিনা, আকাশ সিং, তুষার দেশপান্ডে

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর