বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মধ্যে সম্পর্ক কতটা মধুর সেটা আলাদা করে আর উল্লেখ করার প্রয়োজন নেই। ভারতীয় ক্রিকেট জগতের সবচেয়ে সফল অধিনায়ক এবং সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক একে অপরের সঙ্গ যে রীতিমতো উপভোগ করেন এটা যে কোনও ক্রিকেটপ্রেমীর কাছে অত্যন্ত পরিচিত বিষয়। কোহলি নিজের শিক্ষকের মতোই শ্রদ্ধা করেন মাহিকে। ক্যাপ্টেন কূলও অত্যন্ত স্নেহ করেন নিজের প্রিয় চিকুকে।
Thanks for always being the leader a youngster wants to have around him. You’ll always be my captain @msdhoni Bhai 😊😊
— Virat Kohli (@imVkohli) January 6, 2017
সকলেরই মনে থাকবে যে ২০১৭ সালে প্রথমবার মহেন্দ্র সিংহ ধোনি দায়িত্ব ছাড়ার পর বিরাট কোহলি পূর্ণদৈর্ঘ্যের অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে দায়িত্ব পালন সম্পূর্ণ করেছিলেন। সেই বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজ ছিল বিরাট কোহলির নেতৃত্বে ভারতের প্রথম ওডিআই সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ওডিআই ম্যাচ পুনে এবং কটকে আয়োজিত হয়েছিল। প্রথম দুটি ম্যাচ জিতে বিরাট কোহলির দল সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছিল। তাই তৃতীয় ওডিআই-তে যখন ভারতকে হারের সম্মুখীন হতে হয়েছিল তখন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। তবে ওই দিনে ধোনি বিশেষ একটা উপহার দিতে চেয়েছিলেন কোহলিকে।
অধিনায়ক হিসেবে নিজের প্রিয় চিকুর প্রথম ওডিআই সিরিজ জয় একটি উপহার দিয়ে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ধোনি। সকলেই জানেন যে এক সময় ক্যাপ্টেন কুল উইকেট সংগ্রহ করতেন জয়ী ম্যাচ থেকে। ওই সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচেও একটি উইকেট সংগ্রহ করে কোহলিকে উপহার দেওয়ার ইচ্ছা ছিল তার।
কিন্তু এলইডি উইকেট বা এলইডি বেলের দাম সাধারণ উইকেট এর থেকে অত্যন্ত বেশি হওয়ায় ধোনির সেই অনুমতি পাননি। তাই তিনি ১২,০০০ টাকা দিয়ে কোহলিকে একটি কোকাবুরা বল কিনে দিয়েছিলেন। কোহলি নিজে পরবর্তীতে স্বীকার করেছিলেন যে তিনি যার কাছ থেকে ক্রিকেটের মূল্যায়ন করতে অনেক বড় পাট পেয়েছেন তার কাছ থেকেও উপহার তিনি কতটা খুশি হয়েছিলেন। এই মন্তব্যের পর অবশ্য নেটিজেনরা কিছুটা মজা করেই গোটা ব্যাপারটিকে ‘সেক্রেড গেমস’-এর পঙ্কজ ত্রিপাঠি এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটি বিশেষ সিনের সঙ্গে তুলনা করেছেন।