সতীর্থকে নকল করলেন ধোনি, ভিডিও পোস্ট হতেই ভাইরাল নেটমাধ্যমে

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ক্রিকেটাররা ফিরে গিয়েছেন নিজের নিজের বাড়িতে। বাড়ি থেকেই অনেক ক্রিকেটার অনেক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। অনেকে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তেমনই এবার চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে গেল।

ভিডিওতে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংস এর সতীর্থ তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নকল করছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে অর্ধশতরান কিংবা শতরান করার পর জাদেকা দেখা যায় এক আলাদা ভঙ্গিমায় সেলিব্রেশন করতে। তরোয়াল ঘোরানোর ভঙ্গিমায় ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে নিজের অর্ধশতরান কিংবা শতরান সেলিব্রেশন করেন জাদেজা।

https://twitter.com/ChennaiIPL/status/1393926917204574212?s=20

এবার ধোনিকে দেখা গেল জাদেজার সেই সেলিব্রেশন নকল করতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল চেন্নাই সুপার কিংস। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
তবে জাদেজাও ছাড়বার পাত্র নয়। এই ভিডিও পোস্ট করার পরে ধোনিকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন জাদেজা। জাদেজা বলেন, “মাহি ভাই মজা করে নয়, ব্যাট হাতে এমন সেলিব্রেশন করতে হবে।”

Udayan Biswas

সম্পর্কিত খবর