বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপ চলাকালীন ফের শিরোনামে মহেন্দ্র সিং ধোনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ এনে আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন মাহি। মাদ্রাজ হাইকোর্টে হতে চলেছে মামলার শুনানি। শুক্রবার সেই হাইকোর্টের বিচারপতি পি এন প্রকাশের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে শুনানি পিছিয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে ৮ই নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা।
২০১৩ সালে আইপিএলকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। সেই সময় এই তদন্তের দায়িত্বে ছিলেন এই আইপিএস অফিসারই সম্পথ কুমারই। তিনি ধোনির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেছিলেন যে ২০১৩ সালে আইপিএলের ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত রয়েছেন সিএসকে অধিনায়ক। তখন মানহানির অভিযোগ তুলে তার বিরুদ্ধে পরের বছর ধোনি একটি মামলা করেন। যেখানে তিনি আবেদন করেন যেন তদন্তর ফলাফল না আসা অবধি ম্যাচ গড়াপেটার বিষয়ে তাঁর নামে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকেন সম্পথ।
সেইসঙ্গে নিজের সম্মানহানির জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছিলেন মাহি। প্রাক্তন ভারত অধিনায়কের সেই মামলার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় আদালত। ওই রায়ে সম্পথ কুমারকে ধোনির সম্পর্কে কোনওরকম মন্তব্য করতে নিষেধ করা হয় সম্পথকে।
কিন্তু সম্পথ কুমার আদালতের নির্দেশ পালন করেননি এমন অভিযোগ তুলে ফের আদালতের দ্বারস্থ ধোনি। সম্পথ সম্প্রতি সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন একটি হলফনামা যেখানে বিচারবিভাগ এবং তাঁর বিরুদ্ধে মামলাগুলিতে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা আইনজীবীদের বিরুদ্ধে তিনি কিছু আপত্তিকর মন্তব্য করেন।
গতবছরই এই বিষয়টি মাদ্রাজ হাইকোর্টের সামনে তুলে আনা হয়েছিল। এরপর চলতি বছরের গত মাসেই সম্পথ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ধোনি। কিন্তু ধোনি আদালতে কোনওরকম মামলা করার পূর্বে তামিলনাড়ুর এজি’র তরফ থেকে অনুমতিও নিয়েছিলেন।