বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গাড়ির এবং বাইকের প্রতি আকর্ষণের কথা ক্রিকেট ভক্তদের কাছে নতুন কিছু নয়। তার সংগ্রহে বহু নামি এবং অনামী গাড়ি এবং বাইক রয়েছে। ভারতবর্ষে খুব কম মানুষের কাছেই এইরকম বাইকের কালেকশন রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পুরনো বা অভিনেতা ক্ষমা পাওয়া বিরল প্রজাতির গাড়ি সংগ্রহ করা তার একটি নেশা। মাঝেমধ্যেই এই নেশার টানে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়ে থাকেন।
মাঝে নিজের বিবাহ বার্ষিকী এবং জন্মদিন উদযাপন করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন মাহি। সেখানে কিছুদিন থেকে এখন আবার রাঁচিতে প্রত্যাবর্তন করেছেন তিনি। লন্ডন যাওয়ার আগে নানান কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আইপিএল আসার আগে অবধি ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকার কোন উপায় নেই। তাই বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে নিজের ফার্ম হাউস এর নতুন পশু আমদানি করতে এবং হাঁটুর ব্যথা সারানোর জন্য এক কবিরাজের শরণাপন্ন হতে দেখা গিয়েছিল ক্যাপ্টেন কুলকে।
সম্প্রতি রাঁচি ফেরার পর ফের ধোনির এই ভিন্টেজ তকমা বাবা গাড়ি সংগ্রহের অভ্যাস আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সম্প্রতি রুপার মিনি কুপার স্পোর্ট এবং ল্যান্ড রোভার ডিফেন্ডার ১১০ গাড়ি দুটোকে নিজের সংগ্রহে স্থান দিয়েছেন। দুটি গাড়ি বর্তমানে দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য। সাধারণ মানুষের পক্ষে সেগুলি পাওয়া আর সম্ভব না।
উপরে উল্লেখিত গাড়িগুলো ছাড়াও মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে একটি গ্যারেজ রয়েছে যেখানে আরো নানান রকমের বহুমূল্যবান গাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। তার গ্যারেজে রয়েছে একটি পন্টিয়াক ফায়ার বার্ড এবং রোলস রয়েস সিলভার শ্যাডোর মত মডেলগুলি। এই মডেল গুলি এখন ভারতীয় মাটিতে দেখা যায় না বললেই চলে। সেই সঙ্গে তাঁর সংগ্রহে একটি নিশান জঙ্গল রয়েছে যা একসময় সেনাবাহিনীতে ব্যবহৃত হতো।