বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে আইপিএল ২০২২। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ১৫তম সংস্করণটি ২৬শে মার্চ থেকে ২৯শে মে পর্যন্ত খেলা হবে। এবার আইপিএলে মোট ১০টি দল মাঠে নামছে এবং মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। তবে এইবারের আসরে এমএস ধোনি এবং বিরাট কোহলিকে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না। ধোনি ও কোহলি দুজনেই ২০২১ আইপিএলে শেষবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। কিন্তু সামগ্রিক টি-টোয়েন্টি রেকর্ডের দিকে তাকালে দেখা যায় অধিনায়ক হিসাবে ধোনিই রয়েছেন শীর্ষে। তিনি ৩০০ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে তার দল জিতেছে ১৭৭ ম্যাচে, হেরেছে ১১৮ ম্যাচে। ৩০০ টি ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড গড়তে পারেননি বিশ্বের আর কোনও অধিনায়কই।
বিরাট কোহলির কথা বলতে গেলে, তিনি ১৯০ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। সব মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্বের নিরিখে তিন নম্বরে রয়েছেন তিনি। যার মধ্যে তার দল জিতেছে ৯৪টি ম্যাচে, হেরেছে ৮৫টি তে। আরসিবি ছাড়াও তিনি এখন ভারতীয় দলেরও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এমতাবস্থায় তার ২০০ ম্যাচ অধিনায়কত্বের রেকর্ড স্পর্শ করার সুযোগ আর নেই।
ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার কথা বলতে গেলে, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে রেকর্ড ৫ বার আইপিএলের শিরোপা জিতিয়েছেন। তিনি এখন টিম ইন্ডিয়ার অধিনায়কও হয়েছেন। অধিনায়ক হিসেবে ১৬২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৯০ টিতে জয় এবং ৮৫ টি ম্যাচেহারের মুখ দেখেছেন তিনি। যেহেতু তিনি আর অধিনায়ক নন, তাই তার আর ২০০ ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড ছোয়া হবে না।
অধিনায়ক হিসেবে রোহিত শর্মা মুম্বাইকে ৫ বার আইপিএল শিরোপা জেতানোর পাশাপাশি ১৬২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। এই আইপিএলে সুস্থ থাকলে গম্ভীরকে (১৭০) টপকে যাবেন রোহিত। আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড এমএস ধোনির। অধিনায়ক হিসেবে জিতেছেন ১২১টি ম্যাচ। রোহিত শর্মা ৭৫ জয় নিয়ে দুই নম্বরে রয়েছেন। গম্ভীর জিতেছেন ৭১ ম্যাচে আর কোহলি জিতেছেন ৬৪ ম্যাচে। আর কোনো অধিনায়ক ৫০ জয় ছুঁতে পারেননি।