ঘরের মাঠ হোক বা ইডেন গার্ডেন্স, প্রতি মুহূর্তে ধোনি ইঙ্গিত দিচ্ছেন এটি তার শেষ মরশুম

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং উন্মাদনা যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে চলতি আইপিএলে (IPL 2023)। খেলা যদি এমএ চিদাম্বরম স্টেডিয়ামে তাকে, তাহলে বিপক্ষ দলের সাপোর্টার হিসেবে একজনকেও খুঁজে পাওয়া যাবে না। আর খেলা যদি অন্যদলের ঘরের মাঠে থাকে, তাহলে সেই দলের ভক্তদের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকবে হলুদ জার্সি পরিহিত সিএসকে (CSK) আর্মি। এর মূল কারণ শুধুমাত্র একটি এবং সেটি হল ভক্তদের প্রিয় মাহি!

কিন্তু কেন এই উন্মাদনা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে? কেন বিপক্ষ দলের হাজার হাজার ভক্তরা নিজের দলের ভাল খেলার চেয়েও তাকে একমুহূর্ত মাঠে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছেন? কেন তার ব্যাট থেকে নেওয়া শটে বল বাউন্ডারিতে আছড়ে পড়লে বা একটি সফল রিভিউয়ের সিদ্ধান্ত এত উল্লাস কুড়োচ্ছে? এর পিছনে আছে মূলত দুটি কারণ।

প্রথমত, এটি সম্ভবত হতে চলেছে ক্যাপ্টেন কুলের শেষ আইপিএল মরশুম। এরপর আর তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যাবে না। তাই নিজের দল কি করলো সেই পরোয়া না করে দেশের সফলতম অধিনায়ককে শেষবার ২২ গজের মধ্যে বা আশেপাশে তার চির পরিচিত ভঙ্গিতে বিচরণ করার স্বাদ উপভোগ করে নিতে চাইছেন দর্শকরা।

kkr csk fans

দ্বিতীয়ত, মহেন্দ্র সিংহ ধোনি সাধারণত সকলের চোখের আড়ালে নিজের জীবনযাপন করতেই পছন্দ করেন। হ্যাঁ, তিনি হয়তো প্রচুর বিজ্ঞাপনে অংশ নেন, কিন্তু ইনস্টাগ্রাম লাইভ বা কোন ইভেন্ট শোতে তাকে সাধারণত দেখা যায় না। ভারতের অপর সমস্ত প্রাক্তন তারকা ক্রিকেটারদের থেকে এই জায়গায় আশ্চর্য ব্যতিক্রম মাহি। গোটা বছর জুড়ে কি করে চলেছেন তিনি তা সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠাই সম্ভব হয় না। তাই যে সময়টা তাকে পাদ প্রদীপের আলোয় পাওয়া যায় সেই সময়টা তাকে নিয়ে তৈরি হয় এমন চূড়ান্ত উন্মাদনা।

এর আগের সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ এবং গতকাল কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পরেও ধোনি ইঙ্গিত দিয়েছেন যে এটি হয়তো তার শেষ মরশুম হতে চলেছে। দুই ক্ষেত্রেই ধোনি ম্যাচ জিতে জানিয়েছেন যে এটি তার কেরিয়ারের শেষ পর্যায়ে এবং ভক্তরা তাকে ফেয়ারওয়েল উপহার দেওয়ার জন্য এমন বিশেষ বিশেষ মুহূর্ত সৃষ্টি করছেন। যদি সত্যিই এটি তার শেষ ক্রিকেট মরশুম হয়ে থাকে তাহলে ভক্তরা সত্যিই অত্যন্ত কষ্ট পাবেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর