CSK ভক্তদের সাথে সেলফি, সুনীল গাভাস্কার ও রিঙ্কু সিংকে অটোগ্রাফ! তবে কি অবসর নিচ্ছেন ধোনি?  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে বাজেভাবে পরাস্ত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৪৩ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল সিএসকে ব‍্যাটাররা। রিঙ্কু সিং এবং কেকেআর অধিনায়ক নীতিশ রানার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে সহজেই সেই রান তুলে ফেলেছিল নাইটরা। কিন্তু তারপরও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সঙ্গে যা হল সেটা দেখে মনে হবে না যে সিএসকে গতকাল ম্যাচ হেরেছে।

গতকাল চলতি মরশুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছিল সিএসকে। তাই দর্শকদের ধন্যবাদ জানাতে ম্যাচ হেরেও কাল গোটা মাঠ প্রদক্ষিণ করেন মহেন্দ্র সিংহ ধোনি সহ দলের বাকি সদস্যরা। দর্শকদের উদ্দেশ্যে পতাকা, টেনিস বল ও আরও নানান উপহার ছুঁড়ে মারেন ধোনিরা। এখানেই একটি ব্যাপার ঘটে যা সকলেই আশ্চর্য হয়ে দেখেছে গতকাল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পরে মাঠ প্রদক্ষিণ করেছিল সিএসকে। সেই সময়ে এক সামান্য অনুরাগীর মতন এই ধোনির সামনে এসে উপস্থিত হন কিংবদন্তি সুনীল গাভাস্কার। নিজের শার্টে ধোনিকে একটি অটোগ্রাফ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। ধোনি প্রাথমিকভাবে কিছুটা চমকে গেলেও তারপর প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ওপেনারের অনুরোধ মেটান। এই অসাধারণ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ঘটনাটি সকলকে মুগ্ধ করেছে।

এছাড়া কাল ম্যাচ জিতিয়ে বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন চলতি মরশুমে কেকেআরের তারকায় পরিণত হওয়া রিঙ্কু সিং। কিন্তু সেই পুরস্কার গুলোর থেকেও যখন তিনি ধোনির কাছ থেকে একটি সই করা শার্ট উপহার পাচ্ছিলেন তখন তাকে বেশি উত্তেজিত ও আনন্দিত দেখাচ্ছিল। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলি সমর্থকদের মনে একটা প্রশ্ন তুলে দিয়েছে।

যেমনভাবে ধোনি কালকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিদায় জানিয়েছেন তা দেখে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি সত্যিই সিএসকে ভক্তদের সামনে নিজের শেষ আইপিএল ম্যাচটা খেলে ফেললেন ধোনি? যদি তাই হয় তাহলে নিজের পারফরম্যান্স বা অধিনায়কত্ব বা উইকেট কিপিংয়ের দিক দিয়ে একেবারেই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। কাল টস জিতেও তিনি ম্যাচ হেরেছেন। ব্যাট হাতে ৩ বল খেলে মাত্র ২ রান করে একবার বোল্ড হয়েও নো বলের কারণে বেঁচে গিয়েছেন। ডিআরএস-এর ভুল ব্যবহার করেছেন। কিছুদিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এটি তার শেষ মরশুম নয়। সমর্থকরাও এমনটা চাইবেন না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর