এবার আরও বাড়বে ধোনির আয়! বড় পদক্ষেপ নিলেন মাহি

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় তথা অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তাঁর ক্রেজ এবং ব্র্যান্ড ভ্যালু এখনও দাপটের সাথে বজায় রয়েছে। সমগ্র বিশ্বজুড়েই তাঁর কোটি কোটি অনুরাগী রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে একাধিক বড় কৃতিত্ব অর্জন করা ধোনি এবার একটি বিশেষ কারণে উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

আরও বাড়বে ধোনির (MS Dhoni) আয়:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন মাহি (MS Dhoni)। সম্প্রতি তিনি একটি ইলেকট্রিক বাইসাইকেল তৈরির কোম্পানিতে বিনিয়োগ করেছেন। যার জেরে তাঁর আয় এবার আরও বাড়তে চলেছে।

MS Dhoni income will increase this time.

বাড়তে চলেছে ধোনির আয়: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) বৈদ্যুতিক বাইসাইকেল প্রস্তুতকারী একটি বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এখন এই কোম্পানি ইউরোপে ২ হাজারেরও বেশি ই-বাইক বিক্রি করতে প্রস্তুত। ক্রিকেটার ধোনি “ই মোটরড” নামের ওই কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এর ফলে তাঁর আয় বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানি করল বাজিমাত! হল ৪৯৬ কোটির মুনাফা, তবুও মাথায় হাত বিনিয়োগকারীদের

আয়ের দিক থেকে শীর্ষ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ধোনি: ২০২০ সালে এমএস ধোনি (MS Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি। তবে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আয়ের দিক থেকে তিনি এখনও শীর্ষস্থানীয় ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। IPL-এর উপার্জন ছাড়াও, তিনি বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং বিনিয়োগও থেকে কোটি কোটি টাকা আয় করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ধোনির মোট সম্পদের পরিমাণ ১,০০০ কোটি টাকা।

আরও পড়ুন: অভিষেকেই বাজিমাত! প্রথম ভারতীয় হিসেবে দুর্ধর্ষ নজির গড়লেন হর্ষিত

IPL-এ ঝড় তুলতে প্রস্তুত: জানিয়ে রাখি যে, ধোনিকে (MS Dhoni) ফের চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। এজন্য তিনি প্রস্তুতি শুরু করেছেন। ধোনি তাঁর অধিনায়কত্বে ৫ বার চেন্নাইকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৪ সালটি IPL-এ তাঁর শেষ মরশুম হওয়ার কথা থাকলেও অনুরাগীদের ব্যাপক চাহিদার কারণে তিনি ফের IPL খেলার সিদ্ধান্ত নেন। এমতাবস্থায়, চলতি বছরের IPL ধোনি এবং তাঁর অনুরাগীদের জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর