বাংলা হান্ট ডেস্ক: ৫ বারের IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি বছরের IPL-এর মাঝামাঝি বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছে। ওই দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটের কারণে পুরো মরশুম থেকে ছিটকে গিয়েছেন। এমন পরিস্থিতিতে, দলে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন মহেন্দ্র সিং ধোনি।
ফের CSK (Chennai Super Kings)-র অধিনায়ক হলেন ধোনি:
জানিয়ে রাখি যে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় খেলতে পারবেন না বলে সন্দেহ ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে ফিট ঘোষণা করা হয় এবং তিনি টসের জন্য মাঠে আসেন। যদিও, ম্যাচে ফের তাঁর চোট মাথাচাড়া দেয়। আর সেই কারণেই তিনি এই মরশুমে CSK (Chennai Super Kings)-র হয়ে খেলতে পারবেন না।
জানিয়ে রাখি যে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস দল পাঁচবার IPL-এর শিরোপা জিতেছে। অধিনায়কত্ব ছাড়ার পর এই ফের ধোনিকে মরশুমের মাঝামাঝি সময়ে দলের নেতৃত্ব দিতে হবে। এর আগে ২০২২ সালের IPL-এও এমন ঘটনা ঘটেছিল। ২০২১ সালের IPL-এর পর ধোনি CSK (Chennai Super Kings)-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। এরপর রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব পান। কিন্তু তাঁর নেতৃত্বে দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল যার কারণে তিনি মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দেন। এমন পরিস্থিতিতে, ধোনি ওই সময়ে দলের অধিনায়কত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: বড় খবর! অলিম্পিকে “এন্ট্রি” হল T20 ক্রিকেটের, কতগুলি দল করবে অংশগ্রহণ?
২০২৫ সালের IPL-এ CSK ভালো জায়গায় নেই: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এখনও পর্যন্ত পারফরম্যান্স খুব একটা ভালো নয়। CSK দল এই মরশুমে এখন পর্যন্ত মোট ৫ টি ম্যাচ খেলেছে। এর মধ্যে টানা ৪ টি ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে ওই দল। CSK মরশুমের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল। ওই জয়ের পর, CSK দল ছন্দ হারিয়ে ফেলেছে। দলের টানা ৪ টি পরাজয়ের পেছনে একটি বড় কারণ হল এই মরশুমে তাদের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: মোদীর সাথে বৈঠকের পরেই হল বোধদয়? এবার ইউনূস যা করলেন…..জানলে হবেন অবাক
এই কারণেই টানা ৪ টি ম্যাচ হারের পর, দলটি মাত্র ২ পয়েন্ট নিয়ে বর্তমানে নবম স্থানে নেমে গেছে। এই মরশুমে CSK (Chennai Super Kings)-র ষষ্ঠ ম্যাচটি আগামী ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে সম্পন্ন হবে। এমন পরিস্থিতিতে, দলটি অবশ্যই ধোনির অধিনায়কত্বে তাদের পরাজয়ের ধারা ভেঙে জয়ের পথে ফিরে আসার চেষ্টা করবে।