বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটার সবচেয়ে বড় তারকা। তার নামের পাশে রয়েছে একগাদা রেকর্ড এবং তাকে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে গণ্য করা হয়। ১৫ বছর ধরে বিরাট কোহলি এক ভাবে নিজের ক্রিকেটকে ক্রমশ উন্নত করে তুলেছেন। কখনো কখনো খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন, কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে উঠে আবার তার ব্যাট কথা বলেছে। আর বিরাট কোহলির নিজের মত অনুযায়ী এই খারাপ সময়গুলোতে সব সময় তিনি যাকে পাশে পেয়েছেন সে হলো ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
২০০৮ সালে যখন বিরাট ভারতীয় দলে নিজেকে স্থায়ী করে তুলতে মরিয়া, তখন ধোনি একজন নব্য অধিনায়ক। এরপর ধোনির অধিনায়কত্বের খাতা যতই সাফল্যে ভরে উঠেছে, ততই তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন বিরাট কোহলি। একসময় ধনী যখন নিজে থেকে কোহলির হাতে ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেন তখনও দুজনের মধ্যে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে।
গতবছর বিরাট কোহলি যখন জানাচ্ছিলেন নিজের অবসাদে ভোগার এবং সেই সময় নিজের ব্যাটিংয়ের প্রতিও অনীহায় ভোগার কথা, তখন তিনি এটাও জানাতে বলেননি যে মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি তাকে ফোন করে তার খোঁজ নিয়েছিলেন এবং তাকে নানান রকম পরামর্শ দিয়েছিলেন।
অথচ একটু খতিয়ে দেখলে দেখা যাবে যে বিরাট কোহলি এবং ধোনি দুজনেই সম্পূর্ণ দুই বিপরীত ধরনের স্বভাব সম্পন্ন ব্যক্তি। একজন মাঠের মধ্যেই নিজের আগ্রাসন প্রকাশ করে প্রতিপক্ষর চোখে চোখ রেখে লড়াই করতে পছন্দ করে। দ্বিতীয়জন অত্যন্ত ঠান্ডা মাথার এবং সব সময় শান্তভাবে যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে পছন্দ করেন। তাও তারা দুজনে একে অপরকে পছন্দ করেন এবং সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি বিরাট কোহলিকে উদাহরণ হিসেবে ব্যবহার করছেন।
Dhoni talking to one of the CSK members by mentioning the name of Virat Kohli. pic.twitter.com/8Y09cWMvLw
— Johns. (@CricCrazyJohns) May 6, 2023
ওই ভিডিওতে দেখা যাচ্ছে মাহি দলের কোন জুনিয়র সচেত্থকে কোন বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বিরাট কোহলির ব্যাটিংয়ের সম্পর্কে কোনও একটি তথ্য সম্পর্কে জানিয়ে তাকে সেই অনুযায়ী কাজ করতে বলছেন। কোন ক্রিকেটের কে তিনি পরামর্শ দিচ্ছিলেন সেটা অবশ্য জানা যায়নি কিন্তু গোটা ড্রেসিংরুম যে তার কথা মন দিয়ে শুনছে সেটা এই ভিডিও থেকে একেবারেই পরিষ্কার।
‘একটু নেশা-ভান, আর রাতভর বয়ফ্রেন্ড–গার্লফ্রেন্ড…’ রাত দখলকে ‘নোংরা’ আক্রমণ তৃণমূলের লাভলির