আজ বিরাটদের বিরুদ্ধে একসাথে তিন তিনটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ধোনির সামনে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ম্যাচ থেকেই জাদেজার বদলে ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন বিরাট কোহলি। আর সেই সঙ্গে নিজেদের তৃতীয় জয়টিও তুলে নিয়েছিল সিএসকে। আজ বুধবার পুনেতে বিরাট কোহলি, দীনেশ কার্তিকদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে ধোনির দল। এই ম্যাচে মোট তিনটি রেকর্ড গড়ার সুযোগ থাকলে ক্যাপ্টেন কুলের সামনে।

প্রথমত এই ম্যাচে খেলতে নেমেই একটা বড় রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। তিনি একজন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার হিসেবে তার ২০০ তম ম্যাচ খেলতে নেমেছেন। জাদেজাকে যদি মরশুমের শুরুতে অধিনায়ক না করা হত তাহলে এটি ধোনির চেন্নাই অধিনায়ক হিসাবেও ২০০ তম ম্যাচ হয়ে যেত।

দ্বিতীয়ত আজ আর মাত্র ৬ রান করলেই তিনি টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে স্বল্পদৈর্ঘ্যের ফরম্যাটে ৫৯৯৪ রান সম্পূর্ণ করবেন। তার আগে এই কীর্তি একমাত্র রয়েছে বিরাট কোহলির (১৯০ ম্যাচে অধিনায়ক হিসেবে ৬৪৫১ রান)। প্রসঙ্গত খেলোয়াড় হিসেবে সবরকমের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৩০২ তম টি টোয়েন্টি ম্যাচ। সেই সঙ্গে আজ যদি চারটি ছক্কা হাঁকাতে পারেন তবে প্রথম ভারতীয় হিসেবে কোনও নির্দিষ্ট আইপিএল দলের বিরুদ্ধে ৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে ফেলবেন তিনি। এখনও অবধি আরসিবির বিরুদ্ধে তিনি ৪৬ টি ছক্কা মেরেছেন।

এই মুহূর্তে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে সিএসকে। আরসিবি ব্যাট করতে নেমে প্রতিবেদনটি লেখার সময় ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে। ক্রিজে আছেন বিরাট কোহলি। প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক দু প্লেসিস ও ম্যাক্সওয়েল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর