এ কোন অবতারে ধরা দিলেন মাহি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রাক্তন অধিনায়কের নতুন লুক

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন। তিনি ২০২০ সালের আগস্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন। ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ উইকেটরক্ষক ব্যাটারকে আবার আইপিএলের আসন্ন মরশুমে মাঠে দেখা যাবে।

টুর্নামেন্ট শুরুর আগে, আইপিএলের সম্প্রচারকারী, স্টার স্পোর্টস ধোনির নতুন লুকের একটি ছবি শেয়ার করেছে। সম্ভবত একটি প্রচারমূলক ভিডিওর জন্য, সোশ্যাল মিডিয়ায়, ধোনিকে খাকি শার্ট এবং প্যান্ট পরিধান করতে দেখা যায়, যা একজন বাস ড্রাইভারের ইউনিফর্ম বলে মনে হচ্ছে। মজার বিষয় হল, গত মরশুমে আইপিএল শুরুর আগে ধোনি কয়েকটি প্রোমোর জন্য নিজেকে একজন যোগিতে পরিণত করেছিলেন। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Star Sports India (@starsportsindia)

এই মাসের শুরুতে আইপিএল মেগা নিলামের আগে চেন্নাই সুপার কিংস ধোনিকে ধরে রাখার পরে তার পরামর্শের ওপর ভিত্তি করেই অকশনে দল নির্মাণ করেছেন। আইপিএলের আসন্ন মরশুম শুরুর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। টুর্নামেন্টটি ২৬ মার্চ অর্থাৎ ঠিক এক মাসের মধ্যে শুরু হবে এবং ম্যাচগুলি মুম্বাই এবং পুনেতে চারটি ভেন্যুতে খেলা হবে।

আসন্ন মরসুমের জন্য, দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি – লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস- সহ মোট ১০ টি দলকে দুটি গ্রুপে ড্র করা হয়েছে যার প্রতিটিতে পাঁচটি দল রয়েছে৷ গ্রুপ এ, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ড্র তে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গ্রূপ বি তে রয়েছে বাকি পাঁচটি দল।

X