পায়ে চোট, তাও মাহি মারলেন! পরের ম্যাচেই এই বড় রেকর্ড গড়বেন ধোনি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা চেন্নাই সুপার কিংস (CSK)। ঘরের মাঠে তাদের রেকর্ড অবিশ্বাস্য। ধোনির (MS Dhoni) নেতৃত্বে আইপিএলে (IPL 2023) চিপকের ৭০ শতাংশ ম্যাচেই জয় পেয়েছে তারা। আজও তারা জয় পাওয়ার অত্যন্ত কাছাকাছি দাঁড়িয়ে এবং এর মূল কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনিকে দেওয়াই যায়।

আজ চেন্নাইয়ের টপ অর্ডার খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। এবং ধোনির আগ্রাসে ব্যাটিংয়ের কারণেই তারা ১৬৬ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিলেন। একটি চার এবং দুটি ছক্কা সহ ৯ বলে ২০ রানের একটি দুর্দান্ত ক্যামিও খেলে মিচেল মার্শের শিকার হন ধোনি।

dhoni 2023

ব্যাটিং করার সময় দেখা যায় তার হাঁটুতে সুরক্ষা কবচ বাধা রয়েছে। অনেকদিন আগেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন যে ধোনির হাঁটুতে সমস্যা রয়েছে এবং তার দৌড়াতে অসুবিধা হচ্ছে। সেই জন্যই হাঁটুতে ওই স্ট্র্যাপ জড়িয়ে নেমেছিলেন তিনি। কিন্তু তার আগ্রাসী ব্যাটিং দেখে একবারও সেটা মনে হয়নি।

চলতি আইপিএলে ৯৬ রান করে ফেলেছেন ধোনি। এখানে মনে রাখতে হবে যে প্রায় প্রত্যেকটি ম্যাচেই ৭ অথবা ৮ নম্বরে ব্যাটিং করতে নামছেন ক্যাপ্টেন কুল। তাও দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। পরের ম্যাচেই তিনি ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন। নিঃসন্দেহে সেই সময়টা অত্যন্ত বিশেষভাবে সিএসকে ভক্তদের জন্য।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর