বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরে চেন্নাই সুপার কিংস ভক্তরা। হতাশ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেও, কিন্তু তার মধ্যেও বোলারদের ভক্ত হয়ে প্রশংসা করতে ভোলেননি সিএসকে অধিনায়ক। রোহিত শর্মাদের বিরুদ্ধে হারের পর মহেন্দ্র সিং ধোনি দলের তরুণ ফাস্ট বোলার মুকেশ চৌধুরী এবং সিমরজিৎ সিং-এর প্রশংসা করেছেন। তিনি স্বীকার করেছেন যে অনভিজ্ঞ হলেও চাপের মুখে দুজনেই চাপের মধ্যে দুজনেই দুর্দান্ত বোলিং করেছেন।
ম্যাচের পর ধোনি জানান যে, উইকেট যেমনই হোক, ১৩০-এর কম রান ডিফেন্ড করা খুবই কাজ। ফলাফল যাই হোক না কেন তিনি বোলারদের চেষ্টা চালিয়ে যেতে বলেছিলেন। সিমারজিৎ সিং এবং মুকেশ চৌধুরী এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন। এই দুই নতুন ফাস্ট বোলারকে চলতি মরশুমে সুযোগ দিয়ে তাদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়েছে চেন্নাই। ধোনি জানিয়েছেন যে আরও একটু সময় দিলে দুজন বোলারই তৈরি হয়ে যাবেন।
কাল ধোনি ছাড়া আর কোনও চেন্নাইয়ের ব্যাটারই মুম্বাই বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড (৭)। সম্পূর্ণ ব্যর্থ মঈন আলী (০), রবিন উথাপ্পারা (১)। স্টার্ট পেয়েও বড় রান করতে ব্যর্থ আম্বাতি রায়ডু (১০), শিবম দুবে (১০), ডোয়াইন ব্র্যাভোরা (১২)। ৩৪ বলে ৩৬ রান করেও দলের স্কোর ১০০-র ঘরে নিয়ে যেতে পারেননি ধোনি। ইনিংসের চার ওভার বাকি থাকতেই ৯৭ রানে অল-আউট হয় সিএসকে। ৪ ওভারে দুরন্ত বোলিং করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ড্যানিয়েল স্যামস। দুটি করে উইকেট নেন রিলে মেরেডিথ এবং কুমার সিং। একটি করে উইকেট পেয়েছেন বুমরা ও রমনদ্বীপ সিং।
রান তাড়া করতে নেমে ঈশান কিষান এবং ড্যানিয়েল স্যামসকে দ্রুত হারিয়েছিল মুম্বাই। রোহিত শর্মাও ফিরে গিয়েছিলেন ১৮ রান করে। কিন্তু তিলক ভার্মার ৩২ বলে ৩৪ রানের দায়িত্বশীল ইনিংস এবং টিম ডেভিডের ৭ বলে ১৬ রানের ইনিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ ওভার বাকি থাকতেই জয় এনে দেয়। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৬। বাকি দুটি ম্যাচ জিতে চেন্নাইয়ের ওপরে ফিনিশ করতে চাইবেন রোহিতরা।