ফের নতুন অবতারে পাওয়া গেল ধোনিকে! IPL-এ ফেরার আগে কৃষিকাজ করছেন ক্যাপ্টেন কুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2023) আরম্ভ হতে বাকি আর এক মাসের বেশি কিছু সময়। ২০২৩ সালের এই আইপিএল বাড়তি গুরুত্ব পাচ্ছে ক্রিকেট প্রেমীদের কাছে। প্রায় তিন বছর পর আবার সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিটি ফ্র‍্যাঞ্চাইজি নিজেদের হোম রাউন্ডে আবার ম্যাচ আয়োজিত করতে পারবে যেগুলি করোনার (Covid 19) কারণে গত কয়েক বছরে সম্ভব হয়নি। আরেকটি বিশেষ কারণে মানুষ আইপিএলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) সম্ভবত শেষবার ক্রিকেটের মঞ্চে একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে দেখা যাবে এইবারের মিলিয়ন ডলার লিগে।

ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন মাহি। তাকে মাঠে দেখা যেত শুধুমাত্র আইপিএলের মঞ্চেই। ঘরোয়া ক্রিকেটে তিনি অংশগ্রহণ করেন না।

এবার ধোনির শিরোনামে এলেন সম্পূর্ণ একটা নতুন কারণে। ধোনি সাধারণত অন্তরালে থাকতেই ভালোবাসেন। তার সমসাময়িক অন্যান্য ক্রিকেটারদের মতো বিভিন্ন সোশ্যাল এক্টিভিটিতে জুড়ে থাকেন না তিনি। যুক্ত হননি ধারাভাষ্যের কাজেও। এবার প্রায় দুই বছর পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু পোস্ট করে সকলের নজর কেড়েছেন মাহি।

ভারতকে তিনটি আইসিসি ট্রফি জেতানো প্রাক্তন অধিনায়ক সম্প্রতি একটি ভিডিওতে ট্র‍্যাক্টর চালাচ্ছেন এবং জমিতে চাষ করছেন, এমনটা দেখা গেছে এবং সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মাহি। ২০২১-এর জানুয়ারি মাসের পর এটি ছিল তার প্রথম ইনস্টা পোস্ট। ভিডিওটি পোস্ট করে ধোনি লিখেছেন, “নতুন কিছু শিখতে ভালো লাগছে কিন্তু যে সময়ের মধ্যে কাজটা শেষ হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে।”

 

View this post on Instagram

 

A post shared by M S Dhoni (@mahi7781)

এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে ধোনি নিভৃতে নিজের জীবন উপভোগ করছেন। তবে তার মানে এই নয় যে ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন ক্যাপ্টেন কুল। কিছুদিন আগেই তার সিএসকে জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে অনুশীলনের কিছু ভিডিও সামনে এসেছিল যেখানে তাকে বড় বড় ছক্কা মারতে দেখা দিয়েছে। চলতি মরশুমে হয়তো শেষবারের মতো সিএসকে শিবিরকে নেতৃত্ব দিবেন তিনি। গত বছরই প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে তিনি চান যে চিপকে, চেন্নাই সুপার কিংস ভক্তদের সামনে একটা মরশুম খেলে তারপর অবসর নিতে নয়তো তাদের সঙ্গে অন্যায় করা হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর