এই প্রথম T-20 বিশ্বকাপে ভারতের সাথে নেই ধোনি, আবেগপ্রবণ বক্তব্য রাখলেন ক্যাপ্টেন কুল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল কাল মেলবোর্নের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে। গতবছর প্রথমেই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলিরা। এইবছর যাতে সেই ভুলের পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখতে বদ্ধপরিকর রোহিত শর্মার নেতৃত্বাধীন নতুন ভারতীয় দল।

চলতি বিশ্বকাপটি আরও একটি কারণে বিশেষ হতে চলেছে ভারতের কাছে। এই বিশ্বকাপটিতে প্রথমবার ভারতীয় দলের সাথে থাকবেন না প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৬ শেষবার তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছিলেন। গত বছর অর্থাৎ ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় দলের সাথে ছিলেন মেন্টর হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এমন হতে চলেছে যখন ভারত ধোনিকে ছাড়াই এই মেগা ইভেন্টে নামতে চলেছে।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত নামার আগে সম্প্রতি ধোনির একটি ছোট্ট ভিডিও সকলের সামনে এসেছে যেখানে তাকে আবেগপ্রবণ দেখা গেছে ভারতীয় দলের সঙ্গে থাকতে না পারার কারণে। সেই ভিডিওতে ভক্তদের সঙ্গে আলাপকালে ধোনির কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি ভারতীয় দলের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকতে না পারার অভিজ্ঞতাটি সঙ্গে এখনো মানিয়ে উঠতে পারেননি।

যে ইভেন্টে ধোনি অংশগ্রহণ করেছিলেন সেখানকার সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন, “বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে আমি যদি আপনাকে বিশ্বকাপ নিয়ে কোন প্রশ্ন না করি তাহলে এখানে উপস্থিত ভক্তরা আমায় ছেড়ে কথা বলবে না।” এই কথার জবাবে মাহি যা বলেন তা শুনে ভক্তদের মন আবেগপ্রবণ হতে বাধ্য।

এই প্রশ্নের জবাবে ধোনি মুখে হাসি নিয়েই বলে ওঠেন, “আমি বিশ্বকাপ নিয়ে কিছুই বলতে পারি না। আমি তো আর বিশ্বকাপে অংশগ্রহণ করছি না। দল অনেকদিন আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে কাজেই আমার এই নিয়ে নতুন করে কিছুই বলার নেই।” ধোনি হয়তো বিশ্বকাপে নেই, কিন্তু রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়ার বক্তব্যে একাধিকবার তার কাছ থেকে নেওয়া অনুপ্রেরণার কথা ফুটে উঠেছে। তাই না থেকেও যেন ভারতীয় দলের সাথেই রয়েছেন এমএসডি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর