বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত-মালদ্বীপ (India-Maldives) বিতর্কের আবহে সরগরম প্রতিটি ক্ষেত্র। এমতাবস্থায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে লাক্ষাদ্বীপও (Lakshadweep)। শুধু তাই নয়, লাক্ষাদ্বীপকে প্রাধান্য দিয়ে প্রচারও চলছে সর্বত্র। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রসঙ্গে মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর কুরুচিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রুদ্ধ হয়েছে ভারত (India)।
দেশের প্রতিটি স্তরের মানুষই এই বিষয়টির তীব্র নিন্দা করছেন। সেই তালিকায় পিছিয়ে নেই ক্রিকেটের তারকারাও। পাশাপাশি, বীরেন্দ্র শেহওয়াগ সহ একাধিক তারকাই প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে সমর্থন জানিয়েছেন। তবে, এহেন উত্তেজক আবহেই এবার নতুন করে একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি বক্তব্য জিতে নিয়েছে নেটাগরিকদের মন।
First priority for Indian tourism places then others. This is why MS Dhoni is GOAT 🇮🇳❤#ExploreIndianIslands #Maldives pic.twitter.com/8iOvsmEs5h
— ` (@WorshipDhoni) January 7, 2024
কি জানিয়েছেন ধোনি: মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে ধোনিকে ভ্রমণের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই তিনি দিয়েছেন অসাধারণ উত্তর। প্রথমেই তিনি জানান যে, তাঁকে বহু জায়গায় সফর করতে হলেও “ভ্যাকেশন” হিসেবে তিনি খুব একটা বেশি জায়গায় জাননি।
আরও পড়ুন: ভারতের এক সিদ্ধান্তেই ঘুম উড়েছে কাঙাল পাকিস্তানের! হাহাকার পড়শি দেশের জনগণের মধ্যে
পাশাপাশি, মাহি এটাও বলেন যে, তিনি বিভিন্ন দেশে ক্রিকেট খেলার জন্য গেলেও সেখানে তিনি শুধু খেলেই ফের দেশে ফিরে আসতেন। অর্থাৎ, সেক্ষেত্রে ভ্রমণের কোনো পরিকল্পনা থাকত না। এদিকে, তিনি জানান যে, তাঁর স্ত্রী বেড়াতে খুব পছন্দ করেন। এমতাবস্থায়, ধোনি এবার ভ্রমণের জন্য সময় বের করতে চান বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: হোটেল, ওয়াটার রিসর্টের পর এবার সি প্লেন! লাক্ষাদ্বীপের হালহকিকত ফেরাতে বড় উদ্যোগ কেন্দ্রের
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ধোনির মতে, তিনি ভ্রমণের ক্ষেত্রে সবথেকে আগে প্রাধান্য দিতে চান নিজের দেশ ভারতবর্ষকে। তিনি জানিয়েছেন, আমাদের দেশে ভ্রমণের জন্য একাধিক সুন্দর জায়গা রয়েছে। তাই, তিনি অন্যত্র তথা বিদেশে বেড়াতে যাওয়ার আগে দেশের মধ্যে থাকা সেইসব জায়গা গুলিকে “এক্সপ্লোর” করতে চান। অর্থাৎ, ভারতের পর্যটনস্থলগুলিকেই প্রাধান্য দিলেন “ক্যাপ্টেন কুল”। এদিকে, সাম্প্রতিক ভারত-মালদ্বীপের বিতর্কের আবহে ধোনির এহেন মনোভাব ফের দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। পাশাপাশি, তাঁর অনুরাগীরাও ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে অত্যন্ত খুশি হয়েছেন। আর সেই কারণেই ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে ওই ক্লিপটি।