ফের অনুরাগীদের মন জয় করলেন মাহি! CSK-র জন্য নিলেন বড় সিদ্ধান্ত, জানলে হবেন খুশি

বাংলা হান্ট ডেস্ক: IPL-এর মঞ্চে ধোনির (MS Dhoni) খেলা দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী। এদিকে, ধোনি CSK-র অধিনায়কত্ব ত্যাগ করলেও তাঁর ফ্যান ফলোয়িং এতটুকুও কমেনি। ধোনির ম্যাজিক এতটাই গভীর যে তিনি মাঠে নামলেই উত্তাল হয়ে ওঠে সারা স্টেডিয়াম। এদিকে, ঠিক এই আবহেই এবার একটি আপডেট সামনে আসছে। যেটির পরিপ্রেক্ষিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মাহি।

ফের ভক্তদের মন জিতলেন মাহি (MS Dhoni):

শুধু তাই নয়, এই খবরটি জানার পর ধোনির (MS Dhoni) অনুরাগীরা নিঃসন্দেহে খুশি হবেন। উল্লেখ্য যে, ধোনির হৃদয়ে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির জন্য যে একটি বিশেষ জায়গা আছে তাতে কোনও সন্দেহ নেই। তিনি নিজেও বহুবার এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

   

MS Dhoni took the big decision for CSK.

তবে, আবারও দলের জন্য বড় সিদ্ধান্ত নিলেন ধোনি (MS Dhoni)। রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের IPL-এর জন্য ধোনি চেন্নাই সুপার কিংস থেকে মাত্র ৬ কোটি টাকা নেবেন। মূলত, বেতন বাবদ এই অর্থ নেবেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশকে হারানোর পরেই চমক অশ্বিনের! করলেন বিরাট ঘোষণা, অনুরাগীদের দিলেন সুখবর

চেন্নাই সুপার কিংস এই খেলোয়াড়দের ধরে রাখতে পারে: রিপোর্টে বলা হয়েছে যে চেন্নাই সুপার কিংস IPL ২০২৫-এর জন্য রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং মাথিশা পাথিরানাকে ধরে রাখবে। তবে, এটা তখনই সম্ভব হবে যখন ধোনিকে (MS Dhoni) আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখা হবে। এদিকে, যদি ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখতে না দেওয়া হয়, তাহলে চেন্নাই তার পরিকল্পনা পরিবর্তন করতে পারে।

আরও পড়ুন: এখনও নিঃশব্দে কাজ করছে চন্দ্রযান-৩! চাঁদের বুকে বিরাট কারনামা করে দেখাল প্রজ্ঞান

রিটেন ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা কবে প্রকাশ করা হবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL-এর ১০ টি দলকে আগামী ১৫ নভেম্বরের আগে রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। নিয়ম অনুযায়ী, মেগা নিলামের আগে সব দল মাত্র চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। বাকি সব খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। তবে, এবার এই নিয়মে পরিবর্তন আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। বলা হচ্ছে যে, এখন প্রতিটি দলই চারজনের পরিবর্তে পাঁচজন খেলোয়াড় রিটেন করতে পারবে। যদিও, এই বিষয়ে অফিসিয়ালি এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর