কৃষ্ণের শরণ নিতেই কাটলো বিপদ! কঠিন সমস্যা কাটিয়ে সম্পূর্ণ সুস্থ ধোনি, পরের IPL-এ ফেরা নিশ্চিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি সুপরিচিত হাসপাতালে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বাম হাঁটুতে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়। ধোনির নেতৃত্বেই কিছুদিন আগে চেন্নাই সুপার কিংস (CSK) তাদের পঞ্চম আইপিএল (IPL 2023) শিরোপা জিতে নিয়েছিল। সেই ফাইনালের পরে আহমেদাবাদ থেকে মুম্বাইতে চলে এসেছিলেন সিএসকে অধিনায়ক। তারপর কোকিলাবেন ধীরুভাই হাসপাতালের বিখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন, ‘দিনশ পার্দিওয়ালা’-র সাথে নিজের হাঁটুর চোটের ব্যাপারে পরামর্শ করেছিলেন তিনি।

এই প্রখ্যাত চিকিৎসক বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলেও রয়েছেন। ধোনির আগেও কিছু তারকা ক্রিকেটারের দায়িত্ব নিয়েছিলেন তিনি এবং তার নামের পাশে রয়েছে বেশ কয়েকটি সফল অস্ত্রোপচারের কৃতিত্ব। গত বছরের একদম শেষদিকে গাড়ি দুর্ঘটনায় আহত রিশভ পন্থকেও তারই দায়িত্বে রেখেছিল বিসিসিআই।

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন আজ জানিয়েছেন, “হ্যাঁ, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে।” তার কাছে থেকে এই আশ্বাসবাণী শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সিএসকে ভক্তরা। ধোনি এবার ধীরে ধীরে রিহ্যাব আরম্ভ করবেন এবং ভক্তদের তিনি যে কথা দিয়েছেন পরের আইপিএলে ফেরার, সেই কথাটি রাখার চেষ্টা করবেন।

কাশী বিশ্বনাথন আরও জানিয়েছেন, “তিনি ভালো আছেন এবং সকালেই অস্ত্রোপচারটি সম্পূর্ণ হয়েছে। আমার কাছে এখনও সেই বিষয়ে বিশদ বিবরণ নেই। আমি এখনও অস্ত্রোপচারের প্রকৃতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে সমস্ত বিবরণ পেতে পারিনি। সব ধীরে ধীরে প্রকাশ করা হবে।”

Dhoni geeta

দুদিন আগেই ধোনিকে মুম্বাইয়ে নিজের গাড়িতে বসে ভগবদ গীতা পাঠ করতে দেখা গিয়েছিল। একটু ধর্মপ্রাণ ক্রিকেট ভক্তরা বলছেন যে ব্যক্তি এত ঠান্ডা মাথার এবং কৃষ্ণের নির্দেশ অনুসরণ করে চলেন তার কোনও ক্ষতি কখনোই হতে পারে না।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর