৪০ টাকার ওষুধ দিয়ে হাঁটুর চিকিৎসা করাচ্ছেন ধোনি, প্রত্যন্ত গ্রামের এক কবিরাজের দ্বারস্থ মাহি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরেই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রাঁচিতে নিজের বাড়িতে সময় কাটানোর সময় চেন্নাই সুপার কিংস অধিনায়ক নিজের বন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের বাড়িতে যাচ্ছেন, বিভিন্ন ভাবে উদযাপন করছেন। সব মিলিয়ে তার ভালো সময় কাটছে। এবার তিনি এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি ফের শিরোনামে চলে এসেছেন। তার সেই বিশেষ কাজটি নিয়েই আজকের এই প্রতিবেদন।

হাঁটুতে পাওয়া একটি পুরনো চোটও সারানোর চেষ্টা করছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তার জন্য তিনি প্রচলিত রাস্তা বেছে নেননি। কোন প্রাইভেট নার্সিং হোম বা কোন অ্যালোপ্যাথিক ডক্টরের সাহায্য নিচ্ছেন না মাহি। বরং শোনা গেছে যে তিনি একজন দেশীয় কবিরাজের সাহায্য নিচ্ছেন। এটাও জানা গেছে যে ওই বৈতল ওষুধ বাড়ি অব্দি নিয়ে আসা যায়না তাই জন্য চার দিন অন্তর ধ্বনি ৭০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন এই ওষুধের সন্ধানে।

কাতিংয়ের লাপুং পুলিশ স্টেশন অঞ্চলে ডেরা এই বৈদ্যের। অবশ্য ডেরা বলতে কোনও ঘর বাড়ির কথা বলা হচ্ছে না। জানা গিয়েছে যে এই কবিরাজ গাছের তলায় একটি তাঁবুর মধ্যে বসবাস করেন এবং সেখানেই নিজের সাক্ষাৎপ্রার্থীদের চিকিৎসা করেন এবং সুস্থ হওয়ার উপায় বাতলে দেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে এমন একজনের কাছে কেন চিকিৎসা করাতে ছুটছেন ক্যাপ্টেন কুল!

এই প্রশ্নের উত্তরও পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই আয়ুর্বেদিক চিকিৎসক ধোনিদের পরিবারের অনেকদিন ধরেই চিকিৎসা করে আসছেন। গত ৩০ বছর ধরে ধোনির পরিবার এই কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে থাকেন। নাম প্রকাশে এসেছে এই বৈদ্যর। তার নাম হলো বন্ধন সিং খাড়ওয়াড। দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে তিনি পরিচিত এবং অনেকেরই রোগ সারিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো ধোনির চিকিৎসা করলেও তিনি জানতেন এই না যে ধোনি আসলে কে! একদিন তার চিকিৎসা স্থলে ধোনিকে ঘিরে অনেক মানুষকে অটোগ্রাফ এবং সেলফি নিতে দেখে তিনি বুঝতে পারেন যে তিনি বিখ্যাত কেউ। এই বৈদ্যর চিকিৎসায় আইপিএল ২০২৩ এর আগে ধোনি নিজের চোট কাটিয়ে ফেলবেন এমনটাই আশা করছেন চেন্নাই সুপার কিংস এর ভক্তরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর