স্ত্রী করলো ভুল , তার মূল্য দিতে হচ্ছে ধোনিকে !

Published On:

 

বাংলা hunt ডেস্ক : এমনিতেই তাকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে।বিশ্বকাপ শুরুতে ভারতীয় সেনাবাহিনীকে সন্মান জানিয়ে তার পড়া গ্লাভস ঘিরে হয়ে গেছে তীব্র বিতর্ক।এরই মাঝে আরও এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো।যদিও এর জন্য দায়ী নন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

 

বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী ২১ দিন ইংল্যান্ড যেতে পারবে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী , বান্ধবীরা।যা কার্যকর হওয়ার কথা ২৬ শে জুন থেকে।

কিন্তু ইতিমধ্যে সাক্ষী ধোনি’ পৌঁছে গেছে ইংল‍্যান্ডে , আর এই জন‍্যেই সমস্যায় পড়তে হতে পারে ধোনি কে , এমনটাই মনে করা হচ্ছে।

X