বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL) ২০ তম ওভার এবং মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ব্যাটিং যেন এক স্বপ্নের জুটি। ধোনি অন্যান্য ওভারে যত সাফল্য পেয়েছেন, তার চেয়ে দ্বিগুণ সাফল্য পেয়েছেন তিনি আইপিএলের ২০ তম ওভারে। চলতি মরশুমেও এই চিত্রটা একই রকম থেকে গিয়েছে। এর মধ্যে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে দুটি ছক্কা মেরে অসম্ভব পরিস্থিতি থেকে ম্যাচ প্রায় জিতিয়ে দেওয়ার মতন জায়গায় নিয়ে এসেছিলেন তিনি।
চলতি মরশুমে ধোনি বেশি ব্যাটিং করেননি বা বলা ভালো বেশি ব্যাটিং করার সুযোগ পাননি নিজের হাঁটুর চোটের কারণে। চেন্নাই সুপার কিংস দলের কোচ স্টিফেন ফ্লেমিং ম্যাচের পরে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে হাঁটুর চোটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে। এই চোট তার রানিং বিটুইন দা উইকেটসে প্রভাব ফেলছে। এই কারণে প্রায় প্রতিটি ম্যাচেই একদম শেষ পর্যায়ে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাচ্ছে মাহিকে। সিএসকে ভক্তরা আশা করবেন যে তাদের নায়ক যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
অনেক প্রাক্তন ক্রিকেটারই মহেন্দ্র সিংহ ধোনির ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি কেন আগে ব্যাট করতে নামেননি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। হরভজন সিং জানিয়েছেন এমন পরিস্থিতিতে যদি মহেন্দ্র সিংহ ধোনি আগে ব্যাট করতে নামতেন তাহলে হয়তো শেষ ওভারে ম্যাচের ফল বদলে যেতো। কিন্তু এবার এই জবাব দিয়ে ওই জল্পনার অবসান ঘটিয়েছেন সিএসকের কিউয়ি কোচ।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়েলস ম্যাচের পর একটি অভাবনীয় পরিসংখ্যান সকলের সামনে এসেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলের শেষ ওভারে মোট ২৮২ টি বল খেলেছেন। এই সময় তিনি ৪৯ টি চার এবং ৫৭ টি ছক্কা মারতে পেরেছেন। আর কোন ক্রিকেটার এই পরিসংখ্যানে ধারেকাছেও নেই।
শেষ ওভারে মহেন্দ্র সিংহ ধোনি কতটা বিপজ্জনক তা আর একটা পরিসংখ্যান দিলেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। ১৬ বছরের এই আইপিএল টুর্নামেন্টে মহেন্দ্র সিংহ ধোনি শেষ ওভারে সবচেয়ে বেশি রান করেছেন। তার নামের পাশে রয়েছে ৬৯৩ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন এই মরশুমে আইপিএল থেকে অবসর নিয়ে নেওয়া পোলার্ড। তার নামের পাশে রয়েছে ৪০৫ রান। অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনির এই রেকর্ড আগামী কয়েক দশকে কারোর পক্ষে ভাঙ্গা সম্ভব নয়।