বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল গুজরাট টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ওই কোয়ালিফায়ার ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এমনটা কেউই বলবেন না। বরং বেশ একপেশেভাবেই ম্যাচটি জিতে নিয়েছে আইপিএলের সবচেয়ে সফল দলগুলোর মধ্যে একটি, সিএসকে।
গতকাল এই জয়ের জন্য রুতুরাজ গায়কোয়াডের ব্যাটিং এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ধোনির মগজাস্ত্রকেও সমান কৃতিত্ব দিচ্ছেন অনেকে। কাল ধোনি সিএসকের ফিল্ডিং চলার সময় এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।
উদাহরণ হিসেবে হার্দিক পান্ডিয়ার আউটের বিষয়টিকেই তুলে ধরা যেতে পারে। কাল ঋদ্ধিমান সাহা আউট হওয়ার পর ব্যাট করতে এসে প্রথম বলেই চার মেরে নিজের ইনিংস শুরু করেছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক। স্ট্রাইক রোটেট করে বেশ ভালোভাবে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি।
এই সময় মহেন্দ্র সিংহ ধোনি নিজের হাতের শ্রীলঙ্কান স্পিনার থিকসেনার ওভারে জাদেজাকে লেগসাইড থেকে তুলে আনেন পয়েন্টে। এর পরের বলটিতেই লেগ সাইডে সরে সজোরে কাট মারতে যান হার্দিক। সোজাসুজি বলটি জাদেজার হাতে তুলে দেন তিনি। সেখান থেকেই ম্যাচে ধীরে ধীরে হারিয়ে যাওয়া শুরু গুজরাট টাইটান্সের।
👀 Dhoni moved a fielder to the off-side a ball prior to Hardik getting dismissed! #GTvCSK #TATAIPL #Qualifier1 #IPLonJioCinema pic.twitter.com/oJow2Vp2rj
— JioCinema (@JioCinema) May 23, 2023
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে জিততে পারেনি ধোনির সিএসকে। অনেকেই আশঙ্কা করেছিলেন যে ওই ম্যাচটি ধোনির শেষ ম্যাচ হতে পারে আইপিএলের মঞ্চে। তাই সকলেরই মন খারাপ ছিল। কিন্তু দ্বিতীয় স্থানে নিজেদের গ্রুপ পর্বের অভিযান শেষ করায় ফের একবার চেন্নাইয়ের মাঠে কোয়ালিফায়ার খেলার সুযোগ পায় ধোনির দল। এইবার অবশ্য ম্যাচ জিতে দলকে দশমবার ফাইনালে উঠেই মাঠ ছেড়েছেন ক্যাপ্টেন কুল।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা