বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই তিন বছরের অপেক্ষা কাটিয়ে সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ, যা সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজন করা সম্ভব হয়নি গত তিন বছর করোনার আতঙ্কের কারণে। নতুন মরশুম শুরু হওয়ার আগে এবার প্রেস কনফারেন্স করলেন মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং কোচ মার্ক বাউচার।
আইপিএল শুরুর আগে এই বছরই প্রথমবার আয়োজিত মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। এই ঘটনা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার ওপরও। যদিও গত দুই মরশুমটা খুবই খারাপ গিয়েছে। কিন্তু এবার সেই সব স্মৃতি ভুলিয়ে প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী রোহিত।
এরই মধ্যে এই সাক্ষাৎকারে দলের সম্পর্কে কথা বলতে বলতে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কেও মন্তব্য করেছেন রোহিত। এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় অধিনায়কের বয়স ৪১ বছর। অনেকেই মনে করছেন যে এই মরশুমটা তার পেশাদার ক্রিকেটে শেষ বছর। এরপর থেকে আর ক্রিকেটার মাঠে দেখা যাবে না ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে। রোহিত শর্মা ও কি এই ধারণার সঙ্গে একমত? এই নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল।
রোহিত জবাব দিয়েছেন যে তিনি মনে করেন না আইপিএল ২০২৩ ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে। তিনি মনে করেন সি এস কে অধিনায়ক এখনো যথেষ্ট ফিট এবং আরও দু-তিন বছর চাইলে খেলা চালিয়ে যেতে পারেন। এবং তার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি নিজেও তেমনটাই চান।
শুক্রবার গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আবারও ১ বছর পর মাঠে দেখা যাবে ধোনিকে। সমর্থকরা এখন থেকেই কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন।