বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১ বছর আগের কথা। তার ওপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ফলে যখন ভারতীয় দলের (Team India) নির্বাচকরা তাকে টেস্ট স্কোয়াড থেকে ছেঁটে শ্রেয়স আইয়ারকে সুযোগ দেয়, তখন সকলেই সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন। আজ ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) চরম বিপাকে পড়েছে। কিন্তু যার ব্যাট এখনও ভারতকে ম্যাচ থেকে হারিয়ে যেতে দেয়নি, তিনি হলেন সেই সময় ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিরক্তির কারণ হয়ে ওঠা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)।
গতকাল জাদেজার সাথে জুটি বেঁধে তিনি ভারতকে প্রাথমিক বিপর্যয় থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু কাল জাদেজা ৪৮ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। তবে ক্রিজে টিকে ছিলেন রাহানে। আজ সকালে শ্রীকর ভরতকে শুরুতেই হারাতে হলেও শার্দূল ঠাকুরের সঙ্গে জুটি বেঁধে ভারতকে কিছুটা স্বস্তিজনক জায়গায় পৌঁছে দিয়েছেন রাহানে।
নিজে সম্পূর্ণ করেছেন নিজের ২৬ তম অর্ধশতরান। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫০ রানের গণ্ডি পার করেছেন তিনি। গতকাল তাকে আঙুলে টেপ বেঁধে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। একবার মাথায় বাউন্সারও খেয়েছিলেন। দু একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বাদে অস্ট্রেলিয়ার বোলারদের কোনওরকম সুযোগ দেননি তিনি। ম্যাচের ফলাফল যাই হোক না কেন তার ইনিংসটি মনে থেকে যাবে সমস্ত ভারতবাসীর।
এর কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মাঠে নেমে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রাহানে। ধোনির নেতৃত্বে খেলতে গিয়েই সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন বলে। সিএসকে জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করছিলেন যখন তখন তাকে ভারতীয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ফেরান। তবে আইপিএলের আগে অবশ্য মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও অসাধারণ ফর্মে ছিলেন তিনি।
আজ অবশ্য অস্ট্রেলিয়ার ফিল্ডিং ও একেবারেই ভালো মানের হয়নি। শার্দূলকে দুইবার এবং রাহানেকে ৭২ রানের ব্যক্তিগত স্কোরে একবার স্লিপে জীবন দান দিয়েছেন তারা। শেষ পর্যন্ত যদি অস্ট্রেলিয়া এই ম্যাচ জিততে না পারে তাহলে এই ক্যাচ ফেলাগুলির কথা স্টিভ স্মিথদের মনে আসবে নিশ্চয়ই।