দারুণ খবর! এবার এমএসকে এসএসকে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দিতে চলেছে রাজ্য

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে এমএসকে এসএসকে শিক্ষকদের দাবি যোগ্য মর্যাদার, এমনকি এই দাবি তুলে বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন এই এমএসকে ও এসএসকে শিক্ষকরা। অবশেষে তাঁদের কথা মাথায় রেখে এবং তাঁদের দাবিকে মান্যতা দিয়ে এমএসকে এসএসকে শিক্ষকদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আসছে মমতা সরকার।

জানা গিয়েছে এই দুই শিক্ষকদের এ বার রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের মর্যাদা দেবে। তাই তো এই মর্মে একটি বিবৃতিও জারি করা হয়েছে। আগামী বছর থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে রাজ্যে। হাজার হাজার দাবি নিয়ে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা বারবার আন্দোলন বিক্ষোভ দেখিয়েছিলেন এমনকি দাবি দাওয়া নিয়ে আন্দোলনের পথে হেঁটেছিলেন। তাই তো এবার তাঁদের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পাশাপাশি জানা গিয়েছে এমএসকে এসএসকে শিক্ষকরা পার্শ্বশিক্ষকদের মর্যাদা পাওয়ার পাশাপাশি এখন থেকে আর পঞ্চায়েত দফতরের অধীনে নয় সরাসরি শিক্ষা দফতরের অধীনে আসবে। অর্থাত্ এক কথায় রাজ্য সরকারের তরফে এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য এক গুচ্ছ সুবিধা নিয়ে আসা হচ্ছে।sskmsk11 1

বেশ কয়েক বছর ধরেই শিশুশিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দিতে হবে এমনটাই দাবি জানিয়ে আসছিলেন এই দুই সংগঠন, তাঁর সঙ্গে বেতন বৃদ্ধি করা, নতুন করে বেতন পরিকাঠামো কার্যকর করা, পেনশন ব্যবস্থা চালু করা নিয়েও একাধিক বার দাবি জানিয়ে আসছেন শিক্ষক শিক্ষিকারা।

উল্লেখ্য মাত্র ছয় মাস আগে অর্থা চলতি বছরের জুলাই মাসে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এস এস কের ক্ষেত্রে এক ধাক্কায় শিক্ষকদের বেতন প্রায় পাঁচ হাজার টাকা এবং প্রধানদের বেতন অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। এমএসকে ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এত দিন ধরে শিক্ষকরা সমমর্যাদার পেতেন না বলেই দাবি জানিয়ে আসছিলেন কিন্তু চলতি বছরের জুলাই মাসে বেতন বৃদ্ধি করে কার্যত সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর