১৬ কোটি কর্মসংস্থানের লক্ষ্য কেন্দ্রীয় সরকারের, MSME একাই করে দেবে, বললেন নীতিন গডকড়ি

বাংলা হান্ট ডেস্কঃ  বর্তমানে আর্থিক সঙ্কট চলছে দেশে, বেকারত্ব সমস্যাতেও জেরবার দেশবাসী। এমন পরিস্থিতি দারুণ সুখবর শোনাল মোদি সরকার। ১৬ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নীতীন গডকরির অধীনে থাকা মন্ত্রকের অধীনে রয়েছে এমএসএসই মন্ত্রক রয়েছে। সেই মন্ত্রকের তরফেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আগামী কয়েক বছরের মধ্যে দেশে কয়েক কোটি কর্মসংস্থান হতে চলেছে, এ খবর দেশবাসীর কাছে নিঃসন্দেহে সুখবর। কিন্তু কিভাবে আসবে কর্মসংস্থান?

Amit Shah PTI

মোদি সরকারের মাইক্রো, ক্ষুদ্র,মাঝারি(এমএসএমই অর্থাত্ Micro, Small & Medium Enterprises Development Institute-এর  উদ্যোগে এই কর্মসংস্থান হবে জানানো হয়েছে। মন্ত্রকের দাবি, এখনও পর্যন্ত এই এমএসএমই-র দ্বারা ১১ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে ১৬ কোটি মানুষের কাছে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ পৌঁছে যাবে বলে জানিয়েছে মোদি সরকার।

মেট্রো সিটি, কিংবা শহরেই শুধু নয়, গ্রামঞ্চলেও পোঁছে যাবে সেই কর্মসংস্থানের সুযোগ, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি জানিয়েছেন, মোদি ঘোষণা করেছিলেন, ৫ বছরে দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ান মার্কিন ডলারে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন এবং দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিকে খুব শীঘ্রই তিনি বাস্তবায়িত করবেন।

বর্তমানে জিডিপি-তে এমএসএমই-র অবদান প্রায় ২৯ শতাংশ। সেই অবদানকে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রীর। আর এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে এমএসএমই একাই ১৬ কোটি কর্মসংস্থানের সুযোগ করে দেবে দেশবাসীকে। অর্থাত্ আগামী লোকসভা নির্বাচনের মধ্যেই দেশে বেকারত্ব সমস্যা অনেকটাই মিটে যাবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির। এখন সময় বলবে প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়!

সম্পর্কিত খবর