গমে ১১০, মুসুর ডালে ৫০০ টাকা MSP বৃদ্ধি! দীপাবলিতে কৃষকদের বড় উপহার মোদি সরকারের

   

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলিতে (Diwali 2022) দেশের কৃষকদের জন্য একের পর এক উপহার নিয়ে হাজির হচ্ছে মোদি সরকার। কয়েকদিন আগেই কিষান সম্মান নিধির ১২তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর তারপরই একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের এমএসপি (MSP) বা নূন্যতম বিক্রয় মূল্যর বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন গম, মুসুরি, জো এবং ছোলা সহ একাধিক রবিশস্যের এমএসপি বাড়তে চলেছে। তিনি আরও জানান কুইন্টাল প্রতি হিসাবে গমের দাম ১১০ টাকা, জো-র দাম ১০০ টাকা, মুসুরির দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়বে। এছাড়া রাই এবং সর্ষের দামও বাড়বে কুইন্টাল প্রতি ৪০০ টাকা। সূর্যমুখী বীজের দাম বাড়বে কুইন্টাল প্রতি ২০৯ টাকা।জানা যাচ্ছে, এমএসপি কমিটি ৯টি শস্যের উপর ৬ শতাংশ করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেটও।

অন্যদিকে, পিএম কিষানের ১২ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় এবার ডিবিটি-র মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাঠানো হয়। আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছে যাবে।

এই কিস্তিতে বরাদ্দ হয়েছে মোট ১৬ হাজার কোটি টাকা। প্রকল্পের অধীনে, কৃষক পরিবারে তিনটি সমান কিস্তিতে বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকার প্রতি চার মাসে দুই হাজার টাকা দেয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর