মোদী সরকারের প্রতি হিংস্রাত্মক হুশিয়ারি জইশ-ই-মহম্মদের

“খুনিদের ক্ষমা করা হবে না”, মোদী সরকারের প্রতি এমনই  ভিডিয়ো-বার্তা দিয়েছেন জইশ-ই-মহম্মদ।আগামী ২৪-২৫ ফ্রেব্রুয়ারী ট্রাম্পের ভারত সফরের কথা ছিলো । আর এই নিয়ে অনেকটাই আগ্রহি ডোনাল্ড ট্রাম্প। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ তার আগেই দিয়েছেন মারাত্মক হুমকি। এমন কি তারা এই ভিডিওর মাধ্যমে দেশের সাধারন মানুসদের ও আতঙ্কিত করে তুলছে ।

“৩৭০ ধারা রদের সিদ্ধান্তে কাশ্মীরিরা ক্ষুব্ধ এবং তাঁরা জঙ্গি হামলা করবেন।” এই ভিডিওর মাধ্যমে তারা এম্ন বার্তাই দেওয়ার চেস্টা করেছেন । পাক জঙ্গিরা মোদীকে হুঁশিয়ারি দিয়ে ভিডিওতে বলেছে, “যে ভাবে মুসলিমদের হেনস্থা করা হয়েছে, তাঁদের বসতি ধ্বংস করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে… শান্তির ঘুমপাড়ানি গান অনেক শুনেছি আমরা… সে সমস্ত অজুহাত আর শোনা হবে না… সব রাশ আলগা করার সময় এসেছে।’’

narendra modi and president donald trum 4d4c855e dd69 11e9 89b8 e15e15df329c

কিছুদিন আগে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে লেখেন, ‘আমি সন্মানিত, মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন যে, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুকে একনম্বর স্থানে আছে। আর দ্বিতীয় স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, আমি দুই সপ্তাহের মধ্যে ভারতে যাচ্ছি। আর আমি এই সফরের অপেক্ষায় রয়েছি।”জইশ-ই-মহম্মদ প্রধানমন্ত্রীকে এটা বোঝাতে চাইছে যে,  যতই মার্কিন মুলুকের সঙ্গে হাত মেলাক না কেন তাতে কোনও লাভ হবে না। গোয়েন্দা সূত্রে জানানো হয় ভিডিওতে মোদী সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন এক জঙ্গি। এর আগে গোষ্ঠীগুলির সঙ্গে একটি বৈঠক করে জইশ-ই-মহম্মদ।

 

পাক-গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্তারা সেখানেও ছিলেন । আর এরপরেই তারা এই ভিডিও প্রকাশ করেছে বলে জানা যায়। রাষ্ট্রপতি ট্রাম্প নিজের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি দুই দিবসের সফরে ভারত সফরে আসছেন। এই সফরে তিনি দিল্লী আর আহমেদাবাদে যাবেন।কিন্তু তার আগেই এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেই নিয়ে উদবিগ্নতা দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকারের মধ্যে।

 

সম্পর্কিত খবর