“আমি কোনও আর্মি জেনারেল নই….”, ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাফাই ইউনূসের

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক অস্থিরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভের পর তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর, ৮৪ বছর বয়সী নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে শুরু করেন। এদিকে, শেখ হাসিনার তুলনায় ইউনূস ভারত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং চিন-পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির নীতি গ্রহণ করেছেন। ঠিক এই আবহেই উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়ে এবং তাঁর একাধিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতে ক্ষোভ দেখা দিয়েছে।

কী জানালেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান?

এমতাবস্থায়, “দ্য উইক”-এর সাথে এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্কের প্রসঙ্গে তাঁর মতামত তুলে ধরেন। যেখানে তিনি ভারতকে বাংলাদেশের সবচেয়ে বিশেষ প্রতিবেশী হিসেবেও অভিহিত করেন।

“বাংলাদেশ ছাড়া ভারতের মানচিত্র তৈরি করা সম্ভব নয়”: ভারতের সাথে সম্পর্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাঁর সাম্প্রতিক সাক্ষাতের বিষয়ে মোহাম্মদ ইউনূস বলেন যে, বাংলাদেশ (Bangladesh) এবং ভারতের মধ্যে সম্পর্ক বিশ্বের মধ্যে সবথেকে সেরা হওয়া উচিত। কারণ আমরা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী। তাঁর মতে, “বাংলাদেশের মানচিত্র তৈরি না করে আমরা ভারতের মানচিত্র তৈরি করতে পারি না, যা আমাদের নৈকট্য প্রমাণ করে।” ইউনূস এটাও বলেন যে, “আমাদের একসাথে বসবাসের ক্ষেত্রে কোনও বাধা থাকা উচিত নয়।”

Muhammad Yunus Bangladesh recent update.

ইউনূসের মতে, “এমন অনেক বাড়ি আছে, যার একটি অংশ ভারতে এবং অন্য অংশ বাংলাদেশে (Bangladesh) রয়েছে। আমরা একই রকম প্রকৃতির, একই ভাষায় কথা বলি এবং আমাদের ইতিহাসও একই রকম। যখন আমরা এত ঘনিষ্ঠ, তখন যদি আমাদের সম্পর্কের মধ্যে কোনও সমস্যা থাকে তবে আমাদের বুঝতে হবে সমস্যাটি কোথায়। আমি এই বিষয়টি উত্থাপন করছি কারণ আমাদের ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত।”

আরও পড়ুন: পহেলগাঁও হামলার আসল “মাস্টারমাইন্ড” স্বয়ং পাক সেনা প্রধান? সামনে এল চাঞ্চল্যকর আপডেট

“আমি সবাইকে সংযুক্ত করার কথা বলছি”: এমতাবস্থায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস জানান যে, তাঁর বক্তব্যের ভুল বোঝাবুঝি হয়েছে। ইউনূস বলেন, “আমি সবাইকে ঐক্যবদ্ধ করার কথা বলছি। কিন্তু কিছুজন সেটাকে দখলের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। আমি কোনও জেনারেল নই যে কাউকে দখল করব। আমি এমন একজন ব্যক্তি যে সবাইকে একত্র করার চেষ্টা করে।” ইউনূস আরও বলেন যে, তিনি সর্বদা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)-কে শক্তিশালী করার কথা বলেন। SAARC নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য নয়, বরং সমস্যা সমাধানের জন্য রয়েছে।

আরও পড়ুন: ফের রক্তাক্ত হল পাকিস্তান! ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৭, আহত ১৭

এদিকে, চিন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে ইউনূস বলেন, এই সম্পর্কগুলি মূলত অর্থনৈতিক চাহিদা দ্বারা পরিচালিত। ইউনূসের মতে, “চিনের সাথে আমাদের অনেক বাণিজ্য আছে। আমরা সেখান থেকে অনেক জিনিস কিনি। আমাদের লক্ষ্য হল এই সম্পর্কগুলিকে আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলা।” ইউনূস আরও স্পষ্ট করে বলেন যে, “বাংলাদেশ (Bangladesh) কেবল চিন এবং পাকিস্তানের সাথেই নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় এবং ASEAN দেশগুলির সাথেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায়।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X