একী কাণ্ড! এবার চার ভাগে বিভক্ত হবে বাংলাদেশ? কি পরিকল্পনা ইউনূসের?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ (Bangladesh) চালাচ্ছেন মহম্মদ ইউনূস। শুধু শাসনই নয়, একইসাথে দেশের রূপায়ণের কাজও করছেন তিনি। ইতিমধ্যেই বদলেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের নাম। কিছুদিন আগেই সংবিধান বদলেরও খবর উঠে আসে। শুধু তাই নয়, শোনা গিয়েছে বাংলাদেশেরও নাম পরিবর্তন হবে। তবে এই আবহেই আরও বিরাট তথ্য উঠে আসল। এবার বিভক্ত হতে পারে বাংলাদেশ। তাহলে কি এবার মানচিত্রও বদলে যাবে?

চার ভাগে ভাগ হবে বাংলাদেশ (Bangladesh):

কিছুদিন আগেই সংবিধান সংস্কার কমিশন সুপারিশ জমা করেছে। আর তাতেই জানা যায়, সংবিধান থেকে বাদ পড়তে চলেছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু এতটুকু বদলেই চুপ নেই ইউনূস সরকার। এবার গোটা বাংলাদেশের পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তিনি। জানা গিয়েছে, এবার গোটা বাংলাদেশকে (Bangladesh) চার ভাগে ভাগ করার সুপারিশ করেছে সেদেশের জনপ্রশাসন সংস্কার কমিশন।

Muhammad Yunus big decision for Bangladesh

আমেরিকা এবং ভারতের মত কাজ: সংবাদমাধ্যম অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশে (Bangladesh) তৈরি হতে পারে চারটি নতুন প্রদেশ। মূলত, দেশের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা এই প্রদেশের হাতে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। জানা গিয়েছে, অনেকটা ভারত বা আমেরিকার মতো বাংলাদেশের এই প্রদেশগুলি কাজ করতে পারে।

আরও পড়ুনঃ আর নেই উপায়! রিঙ্কুকে দেওয়া কথা এবার রাখতেই হবে শাহরুখকে, সবাইকে চমকে দেবেন কিং খান?

রিপোর্ট থেকে কি জানা গিয়েছে: চলতি বছরের ১৫ জানুয়ারি বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশন রিপোর্ট জমা করেছে। আর তাতেই এই বিষয়টি উল্লেখ করা রয়েছে। যে চারটি ভাগে বাংলাদেশ ভাগ করা হতে পারে সেগুলি হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কী কী হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ আসন্ন বাজেটেই বড় চমক! পুরনো আয়কর কাঠামো বাতিল করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন?

বাংলাদেশ (Bangladesh) কমিশনের একটি সূত্র মারফত জানা যায়, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বলেই জানা যায়। তাই প্রদেশ কাঠামোর বিষয়ে কোনও সঠিক তথ্য জানা যায়নি। তবে বাংলাদেশে যে এর ফলে বিরাট বদল ঘটতে চলেছে সেকথা স্পষ্ট।

Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর

X