“ভারতের ষড়যন্ত্রেই বাড়ছে সঙ্কট”, গদি বাঁচাতে দোষারোপ শুরু ইউনূসের, মহাবিপদে বাংলাদেশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাঁর ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন। ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ একাধিক রাজনৈতিক দল তার উপর ক্ষুব্ধ। ঠিক এই আবহেই মোহাম্মদ ইউনূস তাঁর “খারাপ অবস্থা”-র জন্য ভারতকে দোষারোপ করতে শুরু করেছেন।

বাংলাদেশের (Bangladesh) প্রসঙ্গে কী জানিয়েছেন ইউনূস?

সম্প্রতি তিনি তাঁর পদত্যাগের কথাও বলেছিলেন এবং জানান যে বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, তিনি যদি পদটি ছেড়ে অন্য কোথাও স্থায়ী হন সেটাই ভালো হবে। এদিকে, রবিবার বাংলাদেশের বর্তমান সঙ্কটের জন্য তিনি ভারতকে দায়ী করা করছেন। ইউনূস বলেন, বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের ষড়যন্ত্রের ফলেই ঘটছে।

Muhammad Yunus blames India for situation in Bangladesh.

মোহাম্মদ ইউনূসের ডাকার বৈঠকে উপস্থিত থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একথা বলেন। তিনি বলেন, মোহাম্মদ ইউনূস মনে করেন যে বাংলাদেশের (Bangladesh) এই অবস্থার পেছনে ভারত রয়েছে এবং এই সময়ে সমগ্র বাংলাদেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত। মান্না আরও জানান, “মোহাম্মদ ইউনূস এটা বলার মাধ্যমেই আলোচনা শুরু করেছিলেন যে, আমরা একটি বড় সঙ্কটের মধ্যে আছি। এই সঙ্কট ভারতের ষড়যন্ত্রের অংশ। যারা তার আধিপত্য দেখাতে চায়। বাংলাদেশে যে পরিবর্তন এসেছে তা ভারত মেনে নিচ্ছে না। যদি সম্ভব হয়, তারা একদিন আমাদের ধ্বংস করবে এবং এর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে।”

আরও পড়ুন: “আগামী বছর শক্তিশালী হয়ে ফিরব”, শেষ ম্যাচে ১১০ রানে হেরেও “আফসোস” ছাড়াই জানালেন রাহানে

এদিকে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা,ব। কিন্তু তার আগে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে এই ধরণের পরিস্থিতি আরও বেড়েছে। আসলে, এটা বিশ্বাস করা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি সমর্থন আবার বাড়তে শুরু করেছে। শেখ হাসিনার অভ্যুত্থানের জন্য ছাত্র আন্দোলনকে দায়ী বলে মনে করা হয়েছিল। তখন আলোচনা হয়েছিল যে এবার কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের শাসনকালে মৌলবাদী উপাদান যেভাবে শক্তি অর্জন করেছে, তাতে ক্ষোভ আরও বেড়েছে। এখন মোহাম্মদ ইউনূস, যিনি দেশের পরিস্থিতি সামলাতে অক্ষম। কিন্তু, তিনি ভারতকে দোষারোপ করতে ব্যস্ত।

আরও পড়ুন: খেলবেন পরের IPL? অবসর নিয়ে অনুরাগীদের দ্বিধায় রাখলেন ধোনি, রাঁচিতে ফিরে করবেন এই কাজ

মান্না বলেন, মোহাম্মদ ইউনূস বৈঠকে বারবার বলতে থাকেন যে, যদি তিনি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে না পারেন, তাহলে তিনি অনুতপ্ত হবেন। তিনি বলেন, “বর্তমানে দেশে (Bangladesh) যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে। এই অসুবিধা সত্বেও, যতদিন আমি পদে আছি, ততদিন কাউকে বাংলাদেশের স্বার্থের ক্ষতি করতে দেওয়া হবে না।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X