ভারতে জঙ্গি ঢোকার পথ প্রশস্ত করছে বাংলাদেশ? ইউনূসের নতুন সিদ্ধান্তে ঘুম উড়ল দিল্লির

বাংলাহান্ট ডেস্ক : আভাস ছিল আগে থেকেই। এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। পাসপোর্ট পাওয়ার বিষয়টি দেশবাসীর পক্ষে আরো সহজ করে দিয়েছেন তিনি। বাংলাদেশে পাসপোর্ট ইস্যু করার আগে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। রবিবার এই নিয়ম বাতিল করেছে ইউনূস সরকার।

বাংলাদেশে (Bangladesh) পাসপোর্ট নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের

এদিন ঢাকায় জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে ইউনূস বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। তাই পপাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করা হয়েছে। এর আগেই ই পাসপোর্ট চালু করার কথা বলেছিলেন ইউনূস। বাড়িতে বসে অনলাইনে যাতে পাসপোর্ট পাওয়া যায় সেকথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। আর এবার এই বিধান বাতিলে চিন্তায় পড়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলি।

Muhammad yunus decision may become beneficial for Bangladesh terrorists

কী বলছেন ভারতীয় গোয়েন্দারা: আসলে গত বছর অগাস্টে হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের (Bangladesh) জেল ভেঙে বহু সন্ত্রাসবাদী বেরিয়ে এসেছে বাইরে। এমনকি অন্তর্বর্তী সরকারের জামিনে ছাড়া পেয়েছে একাধিক দাগী আসামীও। এমতাবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির বক্তব্য ছিল, বাংলাদেশের (Bangladesh) সাধারণ মানুষের মধ্যে মিশে রয়েছে এই সন্ত্রাসীরা। এমন পরিস্থিতিতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে সন্ত্রাসীরা বৈধ পাসপোর্ট নিয়ে সীমান্ত পেরোনোর সুযোগ পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁরা।

আরো পড়ুন : একী কাণ্ড! ভারতের নির্বাচনে কোটি কোটি টাকা খরচ আমেরিকার, তথ্য সামনে আসতেই দেশজুড়ে শুরু হইচই

পালটা দাবি বাংলাদেশের: তবে একথা মানতে কার্যত অস্বীকার করছে বাংলাদেশের (Bangladesh) তদারকি সরকার। তাঁদের সাফাই, সাধারণ নাগরিকেরা এর সুবিধা পাবেন। শীর্ষ সন্ত্রাসীবাদীদের বিষয়ে পুলিশ রিপোর্ট পাসপোর্ট বিভাগের কাছে রয়েছে। এমন লোকেরা যদি পাসপোর্টের জন্য দরখাস্ত করে সেক্ষেত্রে পাসপোর্ট না দেওয়ার অধিকার রয়েছে সংশ্লিষ্ট আইনে। পাশাপাশি বাংলাদেশ (Bangladesh) সরকারের বক্তব্য, শুধু ভারত নয়, বাংলাদেশিরা (Bangladesh) বিশ্বের নানা দেশে যান। অন্যান্য অনেক দেশেই পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়া হয়ে থাকে।

আরো পড়ুন : খেই হারিয়েছে গল্প, TRP গড়িয়ে তলানিতে, দর্শক টানতে নতুন ভিলেনের এন্ট্রি জলসার “ফ্লপ” মেগায়

যদিও জুলাই-অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর কয়েক মাস ভারত সরকারের তরফে বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ানো হয়েছিল। বর্তমানে আগের থেকে নিয়ম কিছুটা সহজ হলেও ঢিলে দেওয়া হয়নি একেবারেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর