বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অশান্ত পরিস্থিতি বজায় রয়েছে। হাসিনার দেশ ছাড়ার পরেই অন্তর্বর্তী সরকার গঠন করে মহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। ‘নতুন’ বাংলাদেশকে (Bangladesh) সংস্করণ করা এবং নির্বাচন সংগঠিত করার দায়িত্ব ছিল তাঁর উপরে। কিন্তু এই কাজে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ইউনূস। উপরন্তু যত সময় যাচ্ছে, ততই সমর্থন হারাচ্ছেন তিনি। এদিকে আবার শেহ হাসিনাও ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে (Bangladesh) প্রত্যাবর্তনের।
বাংলাদেশে (Bangladesh) ফের সক্রিয় ছাত্র জোট
গত বছর ছাত্র-গণ আন্দোলনের জেরেই শেখ হাসিনার গদি উলটে যায়। কিন্তু বছর ঘোরার আগেই বাংলাদেশে (Bangladesh) ফের সক্রিয় ছাত্র জোট। ওই দেশের KUET বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র আন্দোলন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে অন্তর্বর্তী সরকার সিঁদুরে মেঘ দেখছে। বাংলাদেশ (Bangladesh) সরকার আপাতত উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবে ছাত্র নেতা মাহফুজ আলম সরকারের কাছে ছাত্রদের জন্য ভারসাম্য তৈরি করার জন্য আবেদন জানিয়েছেন। মানুষ যাতে রাজনীতিতে অংশ নিতে পারে, তার জন্য ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ: উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির উপরে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারই চাপে রয়েছে। জুলাই আন্দোলনে আহতরাও বর্তমানে ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছেন। বুধবার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় তাদের। অন্তত তিনটি দাবি অবিলম্বে পূরণ করতে হবে, এমনি বক্তব্য জুলাই আন্দোলনের আহতদের। এর মধ্যে রয়েছে আর্থিক এবং চিকিৎসার সহায়তা।
আরো পড়ুন : ফল ঘোষণার ১০ দিন পর নেওয়া হল সিদ্ধান্ত! দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা
বিএনপির নিশানায় ইউনূস: বাংলাদেশের (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে খবর, আন্দোলনে আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রথম দুই শ্রেণির মানুষ তৎক্ষণাৎ সাহায্য পাচ্ছেন, কিন্তু তৃতীয় শ্রেণির মানুষ সাহায্য পাচ্ছেন না। এমতাবস্থায় দাবি উঠছে, সকলকে একই শ্রেণিতে রেখে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হোক। হাসিনার বিদায়ের পরেই বাংলাদেশে (Bangladesh) এই মুহূর্তের সবথেকে বড় রাজনৈতিক দল হয়ে উঠেছে বিএনপি। কিন্তু তাদের নিশানায় রয়েছে ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে তারা। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুরের জন্যও ইউনূসের তীব্র নিন্দা করেছে বিএনপি।
আরো পড়ুন : TRP-র রেষারেষি নেই, জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি জি বাংলার প্রিয় নায়িকার
এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছেড়ে কথা বলছেন না ইউনূসকে। বাংলাদেশের (Bangladesh) কিছু লোকের সঙ্গে মিলে ইউনূস মিথ্যে বলে ক্ষমতায় উঠে এসেছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, খুব শীঘ্রই তিনি বাংলাদেশে ফিরবেন বলেও ঘোষণা করেছেন হাসিনা। সম্প্রতি ট্রাম্প বলেছেন, বাংলাদেশের বিষয়টা তিনি মোদীর উপর ছাড়ছেন। এরপরেই হাসিনার এমন মন্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছেন ওয়াকিবহাল মহল।