বাংলাহান্ট ডেস্ক : সমস্ত জল্পনার অবসান হল শনিবার। গুঞ্জন উড়িয়ে দিয়ে বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা জানালেন, আপাতত পদত্যাগ করছেন না মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তারপরেই সাংবাদিকদের উদ্দেশে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ইউনূস (Muhammad Yunus) সহ অন্য সব উপদেষ্টাই নিজেদের পদেই বহাল থাকছেন। এখনই ইস্তফা দিচ্ছেন না তিনি।
এখনই ইস্তফা দিচ্ছেন না ইউনূসৎ(Muhammad Yunus)
দিন দুয়েক আগেই শোনা গিয়েছিল, ইউনূস (Muhammad Yunus) নাকি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলেও শোনা গিয়েছিল। এদিন বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু করেন ইউনূস (Muhammad Yunus)। যদিও সূত্রের খবর বলছে, ওই বৈঠক শেষে কী জানা গেল। পূর্ব নির্ধারিত ছিল না।
কী জানা গেল বৈঠকে: প্রায় দু ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন। পদত্যাগ করার কথা বলেননি। অন্য উপদেষ্টারাও থাকবেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা পালন করতে এসেছি’। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বৈঠক শেষের কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেও তিনি জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন এবং দেশে কী কী সংষ্কার প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইউনূসের (Muhammad Yunus) পদত্যাগের বিষয় নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি।
আরও পড়ুন : মোদীর মন্তব্য ‘উস্কানিমূলক এবং ভিত্তিহীন’, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করতেই পালটা বিবৃতি পাকিস্তানের
আগে শোনা গিয়েছিল পদত্যাগের জল্পনা: উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সঙ্গে সাক্ষাতের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, ইস্তফা দেওয়ার কথা ভাবছেন ইউনূস। বর্তমান পরিস্থিতিতে নাকি তিনি হতাশ। রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর মতামত মিলছে না। কাজ করতে পারছেন না।
আরো পড়ুন : ‘জলবন্ধ করলে শ্বাসরোধ করব’, হাফিজ সইদের সুরেই ভারতকে প্রকাশ্যে হুমকি পাক সেনাকর্তার
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রেও জানা গিয়েছিল, ইউনূস নাকি নিজে আর থাকতে চাননি। অন্য কাউকে খুঁজে নতুন ভাবে শুরু করতে অন্তর্বর্তী সরকার। তবে এবার যাবতীয় জল্পনা দূরে সরিয়ে রেখে জানানো হল, অন্তর্বর্তী সরকারেই থাকছেন ইউনূ্স।