বাংলাহান্ট ডেস্ক : গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভারত বাংলাদেশ (Bangladesh) সম্পর্কে অবনতি দেখা গিয়েছে। শেখ হাসিনা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দুই মিত্র দেশের মধ্যে যেন দ্বিপাক্ষিক সম্পর্কে আলোড়ন দেখা দিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে নিরাপত্তার মতো একাধিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
ভারত বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক নিয়ে বক্তব্য ইউনূস
সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সংবাদ সংস্থাকে ইউনূস বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সম্পর্কের এই টানাপোড়েন তাঁকে ব্যক্তিগত ভাবে কষ্ট দেয়। ভারত বাংলাদেশের (Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্ক সবথেকে শক্তিশালী হওয়া উচিত।
কী বললেন ইউনূস: উল্লেখ্য, ভারত বাংলাদেশের মধ্যে মিত্রতার সম্পর্ক দীর্ঘদিনের। সেই বাংলাদেশের (Bangladesh) মুক্তিযুদ্ধের সময় থেকে ভারতের অবদান জড়িয়ে রয়েছে। বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতায় ভারতীয় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রথম থেকেই ছিল ইতিবাচক। পাশাপাশি বাণিজ্যিক এবং সাংষ্কৃতিক সম্পর্কও দৃঢ় দুই দেশের মধ্যে।
আরো পড়ুন : সেটে গুরুতর আহত নায়িকা, শুরু হতে না হতেই থমকে গেল জি এর জনপ্রিয় সিরিয়ালের শুটিং
হাসিনা বিদায়ের পরেই সম্পর্কে অবনতি: গত বছরের অগাস্ট মাস থেকে ভারত বাংলাদেশের (Bangladesh) মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। হাসিনার শাসনকালে ভারতের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। অন্যদিকে চিনের সঙ্গে বন্ধন আরো মজবুত করতে চাইছে বাংলাদেশ।
আরো পড়ুন : বাংলা টেলিভিশনে প্রথম বার, সম্প্রচারের আগেই ইতিহাস গড়ল ‘তোমাকে ভালোবেসে’!
চিনের সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়েও এদিন মুখ খোলেন ইউনূস। তিনি মন্তব্য করেন, চিন বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু। তবে একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা নিয়েও মন্তব্য করেছেন তিনি। ইউনূসের কথায়, বাংলাদেশের স্থলসীমা পুরোটাই ভারতের সঙ্গে। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়।