বিনা খরচে করা যাবে যত খুশি বিয়ে! বাংলাদেশে এ কেমন বদল আনলেন ইউনূস?

বাংলা হান্ট ডেস্ক: গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়া হন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বলতে শোনা যায় বাংলাদেশ আরও একবার স্বাধীন হয়েছে। এদিকে হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেই আসনে বসেছেন অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনূস। আর তিনি এই আসনে বসার পর থেকে স্বাধীন বাংলাদেশে একের পর এক বদল আনছেন। তবে এবার যে বদল এনেছেন তাতে করে সকলেই অবাক। ঠিক কি বদল আনা হয়েছে ওপার বাংলায়?

বহুবিবাহ করা যাবে বাংলাদেশে (Bangladesh):

এতদিন বাংলাদেশের (Bangladesh) সংবিধান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে বদল অবধি ঠিক ছিল। কিন্তু এবার বিয়েতেও বদল আনলেন অন্তর্বর্তী সরকার। এখন থেকে যত খুশি বিয়ে করা যাবে সেখানে। বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে। বহুবিবাহের জন্য রইল না আর কোনও বাধা। কারণ বহুবিবাহে আরোপিত কর বাতিল করা হয়েছে বলে খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: কোটি কোটি টাকা যাবে জলে? গুরুতর চোটের সম্মুখীন KKR-এর এই তারকা প্লেয়ার, খেলবেন না IPL?

সূত্র মারফত জানা যায়, গত মঙ্গলবার বহুবিবাহে আরোপিত কর বাতিল করে দিলেন ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল। এই বিষয়ে তিনি বলেছেন, “বিয়ে সম্পাদনে আরোপিত করকে অযৌক্তিক দাগিয়ে বাতিল করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। যার জেরে এবার থেকে ট্যাক্স ছাড়াই বিয়ে করা সম্ভব হবে।” শুধু তাই নয় তিনি আরও জানান, “বিয়ের ফর্মে বরাবর মেয়েদের জায়গায় লেখা থাকত বিবাহিতা নাকি কুমারী। কিন্তু একটি মেয়ের জন্য এটি একটি আপত্তিকর শব্দ বলেই মনে করি আমরা। তাই এবার থেকে শুধু লেখা থাকবে বিবাহিতা নাকি অবিবাহিতা।” আর বাংলাদেশে (Bangladesh) এমন কর বাতিল হতে শুনে অনেকেই অবাক হয়েছেন।

এখন প্রশ্ন হচ্ছে কি এই বিবাহ কর: এই বিষয়ে লেখিকা তসলিমা নাসরিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি জানিয়েছেন,”প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা কর দিতে হত। তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হত এবং চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হত।” এবার বাংলাদেশে (Bangladesh) এই বিবাহ করে আনা হয়েছে বদল। আর বিয়ের জন্য কোনও করই দিতে হবে না কাউকে। 

আরও পড়ুন: সোয়েটার-টুপির সাথে,রেডি রাখুন ছাতা! বৃষ্টি হবে কলকাতায়? রইল আবহাওয়ার আগাম খবর

ঠিক কি কারণে এই কর বাতিল করা হল: লেখিকা শুধু করের কথাই বললেনি। একইসাথে এই কর বাতিলের উদ্দেশ্য কি সেই বিষয়ও জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলাদেশকে (Bangladesh) ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে। আইন উপদেষ্টা যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু তিনি ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন, তিনি তাঁর চতুর্থ বিবাহ,  পঞ্চম বিবাহ, এমনকি ত্রয়োদশ বিবাহ যেন নির্বিঘ্নে সারতে পারেন, তার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি মনে করি তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন।” আর লেখিকার এই পোস্ট সমাজ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশের এমন নতুন বদল দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর