দুর্নীতির আঁতুড়ঘর বাংলাদেশ! ‘লজ্জায় মাথা হেঁট…’, উলটো সুর স্বয়ং ইউনূসের

বাংলাহান্ট ডেস্ক : বিগত ছয় মাসে লাগাতার চর্চায় থেকেছে বাংলাদেশ (Bangladesh)। সরকারের বিরুদ্ধে ছাত্র-গণ অভ্যুত্থান যেভাবে একটা দেশের শাসকের ভিত নড়িয়ে দিল, তা সমগ্র বিশ্বের নজর আকৃষ্ট করেছে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে যে উন্নতি, সংষ্কার করতে পারত বাংলাদেশ (Bangladesh), তা হয়নি। একসময়ের ‘সোনার বাংলা’ আজ দুর্নীতির অন্ধকারে চাপা পড়ে গিয়েছে। খোদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেও আক্ষেপ করতে শোনা গিয়েছে দেশের পরিস্থিতি নিয়ে।

বাংলাদেশের (Bangladesh) দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ ইউনূস

বাংলাদেশের (Bangladesh) রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে দুর্নীতি। হাসিনা সরকারের পতনের পর ‘নতুন’ বাও গড়ার লক্ষ্যে গঠিত হয়েছিল তদারকি সরকার। কিন্তু তারা দেশের হাল ফেরাতে ব্যর্থ। রবিবার ঢাকায় বাংলাদেশ (Bangladesh) অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউনূস। সেখানেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে।

Muhammad yunus talks about Bangladesh corruption

কী বললেন প্রধান উপদেষ্টা: মহম্মদ ইউনূস বলেন, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে। এর থেকে বের হতে না পারলে বাংলাদেশের (Bangladesh) কোনো গতি নেই। তিনি বলেন, যেকোনো সমীক্ষায় বাংলাদেশের স্থান দুর্নীতি তালিকার সবথেকে নীচে। সততা, শৃঙ্খলা বলে আর কোনো জিনিস নেই। এরপরেই সতর্ক করে দিয়ে ইউনূস বলেন, দুর্নীতি মুক্ত হতে না পারলে আন্তর্জাতিক স্তরের বাণিজ্যে শামিল হতে পারবে না বাংলাদেশ (Bangladesh)।

আরো পড়ুন : পরপর চমকই সার, TRP ফেরার নাম নেই, সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার

মেয়াদ কমছে তদারকি সরকারের: অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মহম্মদ ইউনূস বলেন, “আমরা অল্প সময়ের জন্যই তদারকি সরকারে আছি। কতটুকু সমাধান করতে পারব জানি না। তবে শুরু থেকে আমরা একটা চেষ্টা করছি। সবাইকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে”।

আরো পড়ুন : ইউটিউব কেরিয়ারে লালবাতি! রণবীরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

দেশের (Bangladesh) পরিস্থিতির জন্য লজ্জিত ইউনূস। সংযুক্ত আরব আমিরশাহীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানকার লোক আমাদের দুর্নীতি নিয়ে কথা বলছে। তাঁরা বলছে, তোমাদের কোনো তথ্যে আমরা ভরসা রাখতে পারছি না। গৃহকর্মে নিযুক্ত লোক মেডিক্যাল ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছে। আমরা কত বাছাই করব? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়”! এদিন দুর্নীতির মোকাবিলা করতে দেশের মানুষকে অনলাইনে লেনদেন বৃদ্ধি করার আবেদনও জানান ইউনূস।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর