১০ বছরের মধ্যে কেরলকে বানানো হবে ইসলামিক রাজ্য! উপদেশকের বিতর্কিত বয়ানে তোলপাড় নেট দুনিয়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হেট স্পিচ দেওয়ার জন্য কুখ্যাত ইসলাইক উপদেশক মুজাহিদ বালুসেরি (mujahid balussery) আরও একবার খলিফা শাসন কায়েমের কথা বলেন। টাইমস নাও এর রিপোর্ট অনুযায়ী, বালুসেরি একটি ভিডিওতে (Video) তথাকথিত ভাবে ‘মুজাহিদ”দের উসকানি দেওয়ার কাজ করে। আর সেখানেই থেমে থাকেন না তিনি, তিনি এও বলেন যে কেরলে (Kerala) ইসলামিক শাসন কায়েম করবেন। তিনি বলেন, কেরলের প্রতিটি মুসলিমকে প্রতি শুক্রবার মুজাহিদ মসজিদে যেতে হবে, আর আমরা মাত্র ১০ বছরের মধ্যে কেরলকে ইসলামিক রাজ্য বানিয়ে দেবো।

ভিডিওতে (Viral Video) তিনি আরও বলেন, ‘আমাদের কাঁধে অনেক দায়িত্ব আছে। যদি আমরা কেরলে কিছু অন্য মুসলিম ধার্মিক শাখা বন্ধ করে দিয়ে তাঁদের মুজাহিদের অধীনে আনি, তাহলে আমরা ১০ বছরের মধ্যেই কেরলকে ইসলামিক স্টেট বানাতে পারব।

এরকম ভাবেই ২০১৭ সালে এই ইসলামিক উপদেশক হিন্দু মন্দিরের তুলনা পতিতালয়ের সাথে করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আপনি হিন্দু মন্দিরে উৎসবে পয়সা দান করেন, তাহলে আপনি সবথেকে বড় দোষী। আপনি পতিতালয় অথবা পাবে পয়সা দান করতে পারেন না।

উল্লেখ্য, কেরলের এই উপদেশকের আগে একটি ভিডিওতে জাকির নায়েক ভারতের মুসলিমদের একটি রাজনৈতিক দলের পিছনে দাঁড়ানোর জন্য বলেছিলেন। তিনি এও বলেছিলেন যে, তাঁরা যদি নিয়ম মাফিক নিজ ধর্মের অভ্যাস না করে আর ধর্ম পালন না করে তাহলে তাঁদের হিজরত করা উচিৎ।

X