বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর লজ্জাজনক হারের ফলে মরুদেশে বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে যাওয়ার আশা কার্যত এখন দিবাস্বপ্ন হয়ে গিয়েছে ভারতীয় দলের জন্য। এই মুহূর্তে তাদের নির্ভর করে থাকতে হবে অন্য দলের হার জিতের উপর। একদিকে যেমন তাদের হারাতে হবে রশিদ খানের আফগানিস্তানকে, তেমনই প্রার্থনা করতে হবে আফগানিস্তান যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে কোন প্রকারে জয় তুলে নিতে পারে। এতকিছুর পরেও রয়েছে নেট রান রেটের অঙ্ক এবং তাতে এই মুহূর্তে মারাত্মকভাবে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।
তবে সবকিছুর আগে আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেওয়া একান্ত জরুরী। ৩ নভেম্বরের এই ম্যাচে জয় তুলে নিতে পারলে তবেই পরবর্তী পর্যায়ে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে পারবে ভারত। তবে আফগানিস্তানকে হারানোও খুব বেশি সহজ হবে না বিরাট বাহিনীর পক্ষে। বিশেষত স্পিন বাহিনীর বিরুদ্ধে এবার শুরু থেকেই ততখানি স্বচ্ছন্দ হতে পারেননি বিরাট-রোহিতরা। তার ওপর আফগানিস্তানের দুই খেলোয়াড় রীতিমতো বড় হুমকি হয়ে উঠতে পারেন ভারতের জন্য।
রশিদ খানঃ
টি-টোয়েন্টি ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন রশিদ। যেকোনও টুর্নামেন্টেই অধিনায়কদের প্রথম পছন্দ এই খেলোয়াড়। অ্যাকশনে একটুও বদল না করে যেভাবে দ্রুতগতির গুগলি এবং লেগ স্পিন করেন তিনি, তা ধরতে পারা যে কোন ব্যাটসম্যানের পক্ষেই শক্ত। এমনকি এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সব থেকে দ্রুত ১০০ উইকেট শিকারী বোলারও তিনিই। পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান এবং নিউজিল্যান্ডের ইশ সোধি গত দুই ম্যাচে যথেষ্ট সমস্যায় ফেলেছিল বিরাটদের, তাই রশিদের থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে ভারতকে।
মুজিব উর রহমানঃ
স্পিন বিভাগে আফগানিস্তানের দ্বিতীয় বড় অস্ত্র মুজিব। স্কটল্যান্ড ম্যাচেই ৫ উইকেট শিকার করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন বিপক্ষ দলকে একা হাতেই গুঁড়িয়ে দিতে সক্ষম তিনি। অন্যদিকে যথেষ্ট আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটসম্যানদের তিনি ভালই চেনেন, জানেন তাদের দুর্বলতা সম্পর্কেও। তার বিরুদ্ধে অবশ্যই সাবধানে থাকতে হবে ভারতকে।