5G-র লড়াইয়ে আদানিকে আগেই হারালেন আম্বানি! ১০০ কোটির পাল্টা ১৪,০০০ কোটি টাকা জমা Jio-র

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র কিছুদিনের অপেক্ষা! আগামী ২৬ জুলাই থেকে নিলাম শুরু হবে 5G স্পেকট্রামের (5G Spectrum)। এমতাবস্থায়, নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছে টেলিকম সংস্থাগুলি। ইতিমধ্যেই কেন্দ্রের টেলিকম দফতরের তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে, 5G স্পেকট্রাম কেনার জন্য আপাতত চারটি সংস্থা তাদের “ডিপোজিট মানি” জমা করেছে। উল্লেখ্য যে, ডিপোজিট মানিকে Earnest Money Deposit হিসেবেও অভিহিত করা হয়।

এদিকে, 5G Spectrum-কেনার দৌড়ে এখনও পর্যন্ত সবাইকে কড়া টক্কর দিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Reliance Jio। জানা গিয়েছে যে, ইতিমধ্যেই Jio-র তরফে ১৪,০০০ কোটি টাকা “ডিপোজিট মানি” বাবদ দেওয়া হয়েছে। অপরদিকে, কেন্দ্রের টেলিকম দফতরের ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে যে, Airtel “ডিপোজিট মানি” দিয়েছে ৫,৫০০ কোটি টাকা এবং Vodafone-Idea দিয়েছে ২,২০০ কোটি টাকা।

উল্লেখ্য যে, কোন সংস্থা কতগুলি এয়ার ওয়েভের জন্য দর হাঁকতে পারবে এটা নির্ভর করবে এই অর্থের উপরেই। সর্বোপরি, এই লড়াইতে মুকেশ আম্বানির Jio কার্যত উড়িয়ে দিয়েছে আদানিকে। জানা গিয়েছে, স্পেকট্রাম কেনার ক্ষেত্রে এখনও পর্যন্ত মাত্র ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে আদানির তরফে।

এমতাবস্থায়, এই দৌড়ে আদানির পিছিয়ে আসার কারণ হিসেবে মনে করা হচ্ছে যে, মূলত প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যেই অল্প কিছু স্পেকস্ট্রাম কিনতে পারে আদানি গ্রুপ। পাশাপাশি, সংশ্লিষ্ট গ্রূপের তরফে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, তারা মোবাইলের নেটওয়ার্কের ব্যবসায় না নেমে ডেটা সেন্টার বা বিমানবন্দরের মত ক্ষেত্রগুলির ওপর নজর রেখেছে। এদিকে, আগামী ২৬ জুলাই থেকে শুরু হওয়া 5G স্পেকট্রামের নিলামে 72 GHz-এর স্পেকট্রাম থাকবে। যেটির ন্যূনতম দাম হবে প্রায় ৪.৩ লক্ষ কোটি টাকা।

5g india

Earnest Money Deposit কি? উল্লেখ্য যে, Earnest Money Deposit হিসেবে যে অর্থ জমা দেওয়া হয়, তা থেকে কোনো নিলামের সময় স্পেকট্রাম কেনার ক্ষেত্রে ওই সংস্থার আগ্রহ, কৌশলগত দিক এবং পরিকল্পনা সম্পর্কে বিশদে ধারণা পাওয়া যায়। এছাড়াও, কোনো বিশেষ সার্কেলে কতগুলি স্পেকট্রাম পাওয়া যাবে, সেটিও নির্ধারণ করতে পারে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলি। এমতাবস্থায়, বর্তমান পরিস্থিতি বিচার করলে Earnest Money Deposit-এর তথ্য থেকে ইঙ্গিত মিলছে যে নিলামের জন্য “অল-আউট অ্যাটাক”-এ যেতে পারে Reliance Jio।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর