শ্বশুর মুকেশের ‘টাচে’ই চমকে উঠলেন রাধিকা! কেসটা কী? ভিডিও নিয়ে শোরগোল নেট দুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : কয়েক মাস আগে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন রাধিকা মার্চেন্টের সাথে। মুকেশ আম্বানির ছোট বৌমা রাধিকাও ব্যবসায়ী পরিবারের মেয়ে। নিজ গুণে রাধিকা খুব তাড়াতাড়ি আপন হয়ে উঠেছেন আম্বানি পরিবারের। তবে সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে মুকেশ আম্বানির ‘কীর্তি’ দেখে হতবাক নেট দুনিয়া।

মুকেশ আম্বানির (Mukesh Ambani) ভাইরাল ভিডিও

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছিল মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর বৌমা রাধিকার কোমর ধরে টানছেন। যদিও সবাই বলেছিল যে ভুলভাবে এই ভিডিও উপস্থাপন করা হয়েছে। তবে এই আবহেই ফের একবার ভাইরাল হল একটি ভিডিও (Viral Video)। সেই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে জনসমক্ষে অস্বস্তিতে পড়েছেন রাধিকা।

Mukesh Ambani

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে আচমকা মুকেশ আম্বানি হাত দিয়েছেন রাধিকার হাতে। জনসমক্ষে মুকেশের এহেন আচরণে অস্বস্তিতে পড়তে দেখা যায় রাধিকাকে (Radhika Marchant)। তিনি সঙ্গে সঙ্গে সরিয়ে নেন হাত। আম্বানি পরিবার গণেশ মণ্ডপে গিয়েছিল পুজো দিতে। তবে গণেশ মন্ডপে এহেন  ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। আম্বানি পরিবারের সকল সদস্য সাবেকি পোশাকে পুজো দিতে যান। 

আরোও পড়ুন : পাকিস্তানের পুড়ল কপাল! হাইব্রিড মডেলেই সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কোন দেশে ম্যাচ খেলবে ভারত?

সেই ভিড়ের মধ্যেই দেখা যায় রাধিকার পেটে হাত দিয়েছেন মুকেশ। সেই দৃশ্য দেখার পরই ছবি শিকারীদের পোয়া বারো। সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করে নেন ফটোগ্রাফাররা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একসাথে ছবি তোলার জন্য মুকেশ পরিবারের সবাইকে আহবান করছেন। ছোট বৌমা রাধিকাকে ডাকার জন্য মুকেশ রাধিকার পিছন থেকে হাত দিয়েছেন পেটে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে জোড় বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) একাধিক ব্যবহারকারী নিজেদের মতামত পোষণ করেছেন। অনেকেই বলেছেন মুকেশ আম্বানির এহেন আচরণে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন রাধিকা। তবে এই ভিডিও সম্পর্কে আম্বানি পরিবারের তরফ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন মুকেশ আম্বানি। অনেকেই স্তম্ভিত হয়ে গিয়েছেন মুকেশ আম্বানির এহেন আচরণে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর