পিছনে পড়ল আদানি, কোল ইন্ডিয়া! আম্বানির নতুন কোম্পানির ধামাকাদার এন্ট্রি, নেটওয়ার্থ চমকে দেবে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ধীরে ধীরে অবসরের পথে পা বাড়াচ্ছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। আর সেজন্য তার বিপুল সাম্রাজ্যকে তিনি নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন। নিজের সন্তানদের ওপর ভরসা রেখেই সম্পত্তির ভাগাভাগি করছেন তিনি। ইতিমধ্যেই ছেলেমেয়ের হতে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন। কিন্তু তারইমধ্যে আম্বানি ভিলা থেকে এক বড় খবর সামনে এসেছে।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল জিও ফিনান্সিয়াল সার্ভিসের (Jio Financial Service) ডিমার্জ ও ডিলিস্টিং হয়েছে। জানা গেছিল সংস্থাটি তার ফিনান্সিয়াল সার্ভিসকে রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেডের আওতায় আনতে চলেছে। এতদিন রিলায়েন্সের এই ইউনিটটি রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস লিমিটেড অর্থাৎ আরএসআইএল নামে পরিচিত ছিল।

এবার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ফিনান্সিয়াল সার্ভিস ইউনিটের নতুন নামকরণ হবে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আর সেটাই এবার বাস্তবায়িত হল। মঙ্গলবারই খবর মিলল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে আলাদা করা হল জিও ফাইন্যান্স লিমিটেডকে। এই নতুন কোম্পানির স্টকের পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠবে।

reliance jio financial services demerger 1 e1689831717317

 

জানা যাচ্ছে এই নতুন কোম্পানিটির স্টক এখন ২৬১.৮৫ টাকা প্রতি শেয়ারে লিস্টেড হয়েছে। নতুন অংক অনুযায়ী জিও ফাইন্যান্স লিমিটেডের বর্তমান মূলধন দাঁড়াচ্ছে ২০ বিলিয়ন ডলার। আপনাদের জানিয়ে দিই যে, এই অংক জিও ফাইন্যান্স লিমিটেডকে কোল ইণ্ডিয়া, ইন্ডিয়ান ওয়েলের মত কোম্পানির থেকেও আগে পৌঁছে দেয়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X